Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Malala Yousafzai

Afghanistan: এই সঙ্কট মানবতার, আফগান শরণার্থীদের আশ্রয় দিন, ইমরানকে আর্জি মালালার

মালালার সাফ বক্তব্য, দায় এড়িয়ে যেতে পারে না আমেরিকা। তাদের অনেক কিছু করার আছে। আফগানবাসীর নিরাপত্তায় সাহসী পদক্ষেপ করতে হবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১০:৪৯
Share: Save:

আফগানিস্তানে মহিলাদের নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। এ বার বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের কাছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসফজাই। চিঠি লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেওআফগান শরণার্থীদের সে দেশে আশ্রয় দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।

৯/১১ হামলার প্রতিশোধ নিতে আফগানিস্তানে আলকায়দার বিরুদ্ধে অভিযানে নেমেছিল আমেরিকা। আফগানিস্তানের রাষ্ট্রব্যবস্থা বদল করার কোনও দায় তাঁদের নেই বলে ইতিমধ্যেই হাত তুলে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মালালার সাফ বক্তব্য, ‘‘দায় এড়িয়ে যেতে পারেন না বাইডেন। অনেক কিছু করার আছে তাঁর। আফগানবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সাহসী পদক্ষেপ করতে হবে তাঁকে এবং গোটা বিশ্বকে।’’

নারীশিক্ষার পক্ষে সওয়াল করায় ২০১২ সালে পাকিস্তানে তাঁর উপর হামলা চালায় তালিবান। মাথায় গুলি করা হয় তাঁর। কেনও মতে বেঁচে ফেরেন। তার পর পাকিস্তান ছাড়লেও, আন্তর্জাতিক ক্ষেত্রে এখন সুপরিচিত নাম মালালা। নারীশিক্ষা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে আজও সমান সক্রিয় তিনি।

তাই আফগানিস্তানে তালিবান আগ্রাসনের বিরুদ্ধেও মুখ খুলেছেন মালালা। তাঁর কথায়, ‘‘আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন আমি। বিশেষ করে মহিলা এবং ছোট ছোট মেয়েদের নিয়ে চিন্তায় রয়েছি। সে দেশের কিছু সমাজকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তাঁরাও দুশ্চিন্তায় রয়েছেন। ভবিষ্যতে কী অপেক্ষা করছে, তাঁরাও বুঝতে পারছেন না।’’
আফগানিস্তান নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে আলাদা করে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন মালালা। তিনি বলেন, ‘‘আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আর্জি জানিয়েছি পাক প্রধানমন্ত্রীর কাছে। শরণার্থী শিশুরা যাতে সেখানে শিক্ষার সুযোগ পায়, তার ব্যবস্থা করতেও অনুরোধ জানিয়েছি। ওরা নিরাপদে থাকুক। ভবিষ্যৎ যেন হারিয়ে না যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE