সন্তানসম্ভবা স্ত্রীকে কুপিয়ে খুনের দায়ে ৩০ বছরের জেল হল যুবকের। আমেরিকার আদালত জানিয়েছে, স্ত্রীর পাশাপাশি, দুই কন্যাসস্তানকেও তিনি কুপিয়েছিলেন। আমেরিকার নিউ ইয়র্কের ঘটনা। নিহত সামান্থার বাবার অভিযোগ, পুত্রসন্তান চাইতেন ৩৩ বছরের ড্রিউ গার্নিয়ার। স্ত্রীর গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করার পরে জানতে পারেন, তৃতীয় বার কন্যাসন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। তার পরেই স্ত্রীকে খুন করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে ঘটনাটি হয়েছিল। ডেলাওয়্যার কাউন্টির ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিসের তরফে জানানো হয়েছে, ম্যাসনভিলের বাড়িতে ২৯ বছরের সামান্থাকে কুপিয়ে খুন করেন গার্নিয়ার। সামান্থা তখন পাঁচ মাসের সন্তানসম্ভবা। ৯ বছরের অ্যাডেলিনা এবং ৬ বছরের লিজিকেও কোপ মারেন তিনি। ওই দুই কন্যা গুরুতর জখম হয়েছিল। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
আরও পড়ুন:
সামান্থার বাবা গ্রেগরি ভার্নাগালো আদালতে জানিয়েছেন, গার্নিয়ার পুত্রসন্তান চাইতেন। সেই রাগেই স্ত্রীকে খুন করেছিলেন। ওই ঘটনার পরে দুই নাতনিকে দত্তক নিয়েছেন তিনি। তারা এখন তাঁর সঙ্গেই থাকে। তবে এখনও সেই স্মৃতি মন থেকে মুছতে পারেনি। গার্নিয়ারের বিরুদ্ধে প্রমাণ বিবেচনা করে তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০৫৬ সাল পর্যন্ত নিজের দুই কন্যাকে দেখতে পাবেন না তিনি। কন্যারা তাঁকে দেখতে চাইলে অনুমতি পাবে।