Advertisement
১৯ মে ২০২৪
International News

দূর থেকে সবাই ভাবল ঘুমন্ত পশু, কিন্তু আসলে...

দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনও এক পশু গর্তে ঘুমিয়ে আছে। আর বাইরের দিকে বেরিয়ে আছে তার পশম। কাছে গিয়েও ঠিক তা-ই মনে হবে। এমনই মনে হয়েছিল মেক্সিকোর দুই যুবকের। কিন্তু যেই না ওই জায়গায় একটি লাঠি দিয়ে খোঁচা দিলেন, ভুল ভাঙল তাঁদের।

অদ্ভূত এই লোমশ জিনিসটা দেখেই তার দিকে এগিয়ে যান দুই মেক্সিকান যুবক। ছবি: টুইটার।

অদ্ভূত এই লোমশ জিনিসটা দেখেই তার দিকে এগিয়ে যান দুই মেক্সিকান যুবক। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
আলামোসে শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ২০:২১
Share: Save:

দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনও এক পশু গর্তে ঘুমিয়ে আছে। আর বাইরের দিকে বেরিয়ে আছে তার পশম। কাছে গিয়েও ঠিক তা-ই মনে হবে। এমনই মনে হয়েছিল মেক্সিকোর দুই যুবকের। কিন্তু যেই না ওই জায়গায় একটি লাঠি দিয়ে খোঁচা দিলেন, ভুল ভাঙল তাঁদের।

এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অদ্ভূত ওই লোমশ জিনিসটার কাছে যাওয়া পর্যন্তও ওই দুই যুবকের একজনকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি জানি না এটা কি? এটা কি কোনও পশু ঘুমিয়ে আছে?’’

লাঠি দিয়ে খোঁচা মারা মাত্রই পরিষ্কার হয়ে গেল, প্রচুর মাকড়সা জালের মধ্যে কিলবিল করছে। রাডা এসসি নামের এক টুইটার ইউজার এই ভিডিয়োটি পোস্ট করেছেন। টুইটারে লিখেছেন, ‘‘গতকাল সোনোরা জেলার আলামোসে ঘুরতে গিয়ে ভাবলাম হয়তো গুহায় কোনও পশু ঘুমিয়ে আছে। কিন্তু না পরে যা বেরল, তা সত্যিই আশ্চর্য্যজনক।’’

গত সপ্তাহে পোস্ট করা হয়েছিল এই ভিডিয়ো। আর প্রায় ১২ কোটিরও বেশি মানুষ দেখেছেন ভিডিয়োটি। বিচিত্র সব কমেন্টেও ভরে গিয়েছে ওই ব্যক্তির টুইটার প্রোফাইল। আদতে এগুলি মাকড়সারই আর একটা প্রজাতি। এই ধরনের মাকড়সাকে বলা হয় ফলসিডে বা সেলার স্পাইডার্স। তবে এই ধরনের মাকড়সার খুব একটা ক্ষতিকারক নয় এবং এদের বিষও নেই।

আরও পড়ুন: এ বার বিনামূল্যে ট্রেনে বাসে চড়বেন এই দেশের নাগরিকরা

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ হলেই মোবাইলে মেসেজ পেয়ে যাবেন সৌদির মহিলারা!

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mexico Spiders Cellar spiders Pholcidae
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE