Advertisement
২৫ মার্চ ২০২৩
International News

সব্জি কিনতে গিয়ে কোটিপতি হয়ে গেলেন মার্কিন এই মহিলা!

‘উইন আ স্পিন’ টিকিটটি সাধারণ লটারির টিকিটের মতো নয়। লটারি জিততে পেরেছেন কি না তা জানতে ক্রেতাকে এর টিকিটটি স্ক্র্যাচ বা ঘষে দেখতে হয়।

সব্জি কিনতে গিয়ে একেবারে জ্যাকপট জয় করলেন মার্কিন মহিলা। অলঙ্করণ: তিয়াসা দাস।

সব্জি কিনতে গিয়ে একেবারে জ্যাকপট জয় করলেন মার্কিন মহিলা। অলঙ্করণ: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
মেরিল্যান্ড শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৫
Share: Save:

গিয়েছিলেন সব্জি কিনতে। ফিরে এলেন ২ লক্ষ ২৫ হাজার ডলারের লটারি জিতে। কোনও ফিল্মি গল্প নয়, বাস্তবেই এমনটা ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ভেনেসা ওয়ার্ডের সঙ্গে।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যমে ভেসেসা জানিয়েছেন, তাঁকে বাজার থেকে বাঁধাকপি কিনে আনতে বলেছিলেন বাবা। বাবার জন্য সব্জি কিনতে মেরিল্যান্ডের টেম্পল হিলসের বাড়ি থেকে বেরিয়ে গ্রুভটনের গ্রসারি স্টোরে যান তিনি। সেখানে ঘোরাঘুরি করার সময় হঠাত্ই লটারি কেনার কথাটা মাথায় আসে তাঁর। এক বার নিজের ভাগ্য পরীক্ষা করে দেখাই যাক না! এমনটাই ভেবেছিলেন ভেনেসা। সব্জি কেনার পর স্টোর থেকেই ভার্জিনিয়া লটারি-র একটা ‘উইন আ স্পিন’ স্ক্র্যাচ করা টিকিট কিনে বাড়ি ফিরে আসেন।

‘উইন আ স্পিন’ টিকিটটি সাধারণ লটারির টিকিটের মতো নয়। লটারি জিততে পেরেছেন কি না তা জানতে ক্রেতাকে এর টিকিটটি স্ক্র্যাচ বা ঘষে দেখতে হয়। এর পর পুরস্কার জিততে একটি চাকাও ঘোরাতে হয়। যে ওই চাকাটি যে পুরস্কারের অর্থমূল্যে গিয়ে থামবে, সেই টাকাই জেতেন ক্রেতা।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

Advertisement

আরও পড়ুন: বয়স সাত, কাজ খেলনা রিভিউ করার, মালিক... কোটির!

বাড়ি ফিরে ওই লটারির টিকিট স্ক্র্যাচ করতেই ভেনেসার তো চোখ কপালে! তাঁর হাতে ধরা টিকিট থেকে পেয়ে গিয়েছেন লটারির সর্বোচ্চ পুরস্কার। তবে তার জন্য ওই লটারির চাকা ঘোরাতে হবে। যেতে হবে লটারি সংস্থার সদর দফতরে। দেরি না করে সঙ্গে সঙ্গে ভার্জিনিয়া লটারি-র অফিসে ছুটে যান ভেনেসা। সেখানে গিয়ে চাকাও ঘোরান তিনি। তা গিয়ে থামে ২ লক্ষ ২৫ হাজার ডলারে। আর তাতেই ভেনেসা জিতে যান ভারতীয় মুদ্রায় যা ১ কোটি ৫৮ লক্ষ ৯৪ হাজার টাকা।

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে পড়লেন ২৭ ফুটের পাইথনের খপ্পরে, তারপর...

এত টাকা নিয়ে এ বার কী করবেন ভেনেসা? খুব স্বাভাবিক ভাবেই প্রশ্নটা উঠছে। ভেনেসার সাফ জবাব, ওই টাকার কিছুটা রিটায়ারমেন্টের জন্য জমিয়ে রাখবেন। সেই সঙ্গে এক বার ডিজনিল্যান্ডেও ঘুরতে যেতে চান তিনি।

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.