তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বন্দুকবাজের হানা। বাজার এলাকায় ভিড়ের মধ্যে তিনি নির্বিচারে গুলি চালিয়েছেন বলে অভিযোগ। নিহত অন্তত ছ’জন। তাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, হামলাকারী নিজেও ওই গুলিতেই আত্মঘাতী হয়েছেন। কী কারণে এই হামলা, এখনও তা স্পষ্ট নয়। আহতদের চিকিৎসা চলছে। সংবাদ সংস্থা রয়টার্স তাইল্যান্ডের ডেপুটি কমিশনার অফ মেট্রোপলিটার্ন পুলিশ ব্যুরো চারিন গোপাট্টাকে উদ্ধৃত করে ছ’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ছ’জনের মধ্যে হামলাকারীকেও ধরা হয়েছে।
আরও পড়ুন:
ব্যাঙ্ককের চাটুচাকের ওর তোর কর মার্কেটের ঘটনা। ব্যাঙ্ককের হাসপাতালগুলির নিয়ন্ত্রণকারী সংস্থা এরাওয়ান ইমার্জেন্সি মেডিক্যাল সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, ওই মার্কেটের চার জন নিরাপত্তারক্ষীকে খুন করা হয়েছে। সেই সঙ্গে ওই সময়ে জিনিস কিনতে আসা এক মহিলারও মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে। সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, প্রায় জনশূন্য রাস্তা দিয়ে বন্দুক হাতে একা এক যুবক হেঁটে যাচ্ছেন। দাবি, ওই যুবকই ব্যাঙ্ককে হামলা চালিয়েছেন। এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে তাইল্যান্ডে এখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘাত চলছে। সোমবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং তাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় সংঘর্ষবিরতি নিয়ে আলোচনায় বসেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার দাবি করেন, তিনি এই দুই দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং তাঁরা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। কিন্তু তার পরেও সংঘর্ষ থামেনি বলে অভিযোগ। এই উত্তপ্ত পরিস্থিতিতে ব্যাঙ্ককে বন্দুকবাজের হানার আলাদা কোনও তাৎপর্য রয়েছে কি না, বন্দুকবাজের উদ্দেশ্য কী ছিল, তাঁর পরিচয় কী, পুলিশ খতিয়ে দেখছে।