অভিবাসন নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে উত্তপ্ত আমেরিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা আইনজীবী। আর তার পরে তাঁকে নেটদুনিয়ায় পড়তে হল ট্রোলিংয়ের মুখে। কারণ? তিনি টিপ পরেন।
ওহায়ো প্রদেশের দ্বাদশ সলিসিটর জেনারেলের পদে নিযুক্ত হয়েছেন মথুরা শ্রীধরন। অর্থাৎ ওই প্রদেশের হয়ে প্রাদেশিক ও ফেডারেল আদালতে গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার দায়িত্ব তাঁর।
বর্তমানে ওহায়োর ডেপুটি সলিসিটর জেনারেল পদে রয়েছেন তিনি। আজ প্রদেশের সলিসিটর জেনারেল পদে তাঁর নিয়োগের কথা ঘোষণা করেন প্রদেশের অ্যাটর্নি জেনারেল ডেভ ইয়োস্ট।
সমাজমাধ্যম এক্স-এ ইয়োস্টের পোস্ট করা ছবিতেই মথুরাকে টিপ পরতে দেখা গিয়েছে। তার পরেই শুরু হয় ট্রোলিং। অনেকে বলতে শুরু করেন, ‘‘আমেরিকান নন এমন কাউকে কেন সলিসিটর জেনারেলের পদ দেওয়া হল?’’ জবাবে কড়া ভাষায় পাল্টা পোস্ট করেন ইয়োস্ট। তিনি বলেন, ‘‘অনেকে ভুল করে দাবি করছেন মথুরা আমেরিকান নন। উনি আমেরিকান নাগরিক। বিয়ে করেছেন আমেরিকান নাগরিককে। ওঁর বাবা-মাও আমেরিকান নাগরিক।’’ তাঁর কথায়, ‘‘যদি ওঁর নাম বা বর্ণে আপনারা বিরক্ত হন তবে সমস্যা ওঁর বা ওঁর নিয়োগের নয়।’’ ইয়োস্ট জানান, মথুরা অত্যন্ত ভাল আইনজীবী। আমেরিকান সুপ্রিম কোর্টে নানা গুরুত্বপূর্ণ মামলায় সফল ভাবে সওয়াল করেছেন তিনি। ওহায়োর প্রাক্তন সলিসিটর জেনারেল বেঞ্জামিন ফ্লাওয়ার্স ও ইলিয়ট গাইসারও তাঁর নাম সুপারিশ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)