Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ নভেম্বর ২০২১ ই-পেপার

বিচ্ছেদের পরই বিল গেটসের ২০০ কোটি ডলার পেলেন মেলিন্ডা

সংবাদ সংস্থা
ওয়াশিংটন ০৬ মে ২০২১ ১৩:৫৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

২৭ বছরের দাম্পত্যে ছেদ পড়তেই শুরু হয়ে গিয়েছে সম্পদের হস্তান্তর। বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট তাদের প্রায় ২০০ কোটি ডলারের শেয়ার মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দু’টি সংস্থায় বিনিয়োগ করল।

ক্যাসকেড ইনভেস্টমেন্ট সংস্থাটি বিলের বৃহত্তম সম্পদ। কোকা-কোলা ফেমসা এবং গ্রুপো টেলেভিসা নামে মেলিন্ডা গেটসের দুটি সংস্থায় স্টক স্থানান্তর করল ক্যাসকেড।

সম্প্রতি ২৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন তাঁরা। টুইটারে একত্রেই বিচ্ছেদের ঘোষণা করেছেন গেটস ফাউন্ডেশনের দুই কর্তা বিল এবং মেলিন্ডা। তাঁদের বিচ্ছেদ ঘোষণার দিনই বিভিন্ন সূত্র থেকে বড়মাপের সম্পদের স্থানান্তরের সম্ভাবনার রিপোর্ট আসতে শুরু করেছিল। তাঁদের যৌথ সম্পত্তির ভাগ কী ভাবে হবে, সেটা নিয়েও জোর চর্চা চলছে। এর মধ্যেই বিল গেটসের সংস্থা ক্যাসকেড থেকে বড় মাপের শেয়ার হস্তান্তর হল।

Advertisement

আরও পড়ুন

Advertisement