পাঁচ বছরের এক শিশুর বাড়ির সামনে ফর্মুলা ওয়ান গাড়ি দাঁড় করিয়ে দিল মার্সেডিজ। শুধু তাই নয় ওই শিশুকে স্প্যানিশ গ্রাঁ প্রি জয় উৎসর্গ করলেন লুইস হ্যামিলটন। আসলে হ্যারি শ(৫) বিরল অস্থিমজ্জার ক্যানসারে ভুগছে। তার লড়াইয়ে পাশে দাঁড়াতেই মার্সেডিজ এই উদ্যোগ।
ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বে সারের বাসিন্দা জেমস শের ছেলে হ্যারি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছে। এই অবস্থায় গাড়িপ্রেমী হ্যারির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় মার্সেডিজ।
হ্যারির কথা প্রথমবার জানতে পেরেই তার পাশে দাঁড়ানোর কথা ভাবে মার্সেডিজ। সোমবার মার্সেডিজ একটি ফর্মুলা ওয়ান গাড়ি নিয়ে যাওয়া হয় হ্যারির বাড়িতে। আর লুইস, হ্যারিকে তার এক জোড়া গ্লাভস ও বার্সেলোনায় স্পানিশ গ্রাঁ প্রি জেতা ট্রফি উপহার দেন। লুইস হ্যামিলটন, নিজে দেখা করতে যেতে না পারলেও একটি ভিডিয়ো বার্তা রেকর্ড করেছেন হ্যারির জন্য।