Advertisement
১৯ এপ্রিল ২০২৪
US Embassy

ফের জঙ্গি নিশানায় মার্কিন দূতাবাস

এ দিনই শহরের উম অল-আজ়ম এলাকার তাজি সেনাছাউনিতে আর একটি রকেট হামলা চালানো হয়। ওই ঘটনায় কেউ হতাহত হননি।

বাগদাদে মার্কিন দূতাবাস।—ছবি সংগৃহীত।

বাগদাদে মার্কিন দূতাবাস।—ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
বাগদাদ শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০৩:৩৮
Share: Save:

শনিবার গভীর রাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে রকেট-হামলার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। তবে নিশানা ফস্কে সেটি আছড়ে পড়ে কাছের একটি বাড়িতে। তাতে বাড়ির একাংশ ভেঙে পড়ে জখম হয়েছে এক শিশু। রবিবার এই তথ্য জানিয়েছে ইরাক সেনা। আকাশপথে ক্ষেপণাস্ত্র হানা রুখতে সম্প্রতি একটি প্রযুক্তিচালিত প্রতিরক্ষা ব্যবস্থা (সি-র‌্যাম এয়ার ডিফেন্স সিস্টেম) চালু করেছিল মার্কিন দূতাবাস। অনুমান, সেটি চালু থাকায় নিশানা ফস্কেছে রকেটের।

পাশাপাশি, এ দিনই শহরের উম অল-আজ়ম এলাকার তাজি সেনাছাউনিতে আর একটি রকেট হামলা চালানো হয়। ওই ঘটনায় কেউ হতাহত হননি। উত্তর বাগদাদের এই সেনা ছাউনিকে প্রশিক্ষণ শিবির হিসেবে ব্যবহার করে মার্কিন ও ইরাক সেনার যৌথ বাহিনী। গত মার্চে এখানেই একটি রকেট হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হন। বাগদাদের যে এলাকায় এই দূতাবাসগুলি রয়েছে, সেই গ্রিন জ়োনে সম্প্রতি বেশ কয়েকটি হামলার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। ইরাক সেনা সূত্রের খবর, ইরানের মদতপুষ্ট জঙ্গি বাহিনী এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

বারবার কেন হামলার নিশানা হচ্ছে বাগদাদের মার্কিন সেনা বা প্রশাসনিক ভবনগুলি? সূত্রের খবর, ইরাকে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি মাথায় রেখে খুব সম্প্রতি ইরাক-আমেরিকা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। বৈঠকের দিন যত এগিয়ে আসছে এই ধরনের জঙ্গি হামলার ঘটনাও তত বাড়ছে। মার্কিন প্রশাসন সূত্রের খবর, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা অল-কাধিমি সম্প্রতি মার্কিন ভবনগুলিকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। গ্রিন জ়োনে একাধিক জঙ্গি হামলার তদন্তে নেমে গত সপ্তাহে ১৪ জনকে গ্রেফতার করে সেনা। এই পদক্ষেপের প্রশংসা করলেও শনিবারের হামলায় ইরাকের কড়া সমালোচনা করেছে আমেরিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Embassy Baghdad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE