Advertisement
১৮ মে ২০২৪

রাস্তা সারাতে গাড্ডায় স্নান প্রতিবাদী মডেলের

খানাখন্দে ভরা রাস্তা। বৃষ্টির জেরে তার হাল আরও বেহাল। নজর নেই প্রশাসনের। অগত্যা, প্রতিবাদের এক অভিনব কায়দা মাথা খাটিয়ে বের করেছেন এক তরুণী।

এমনই অভিনব প্রতিবাদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এমনই অভিনব প্রতিবাদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা
ব্যাঙ্কক শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ০৩:০২
Share: Save:

খানাখন্দে ভরা রাস্তা। বৃষ্টির জেরে তার হাল আরও বেহাল। নজর নেই প্রশাসনের। অগত্যা, প্রতিবাদের এক অভিনব কায়দা মাথা খাটিয়ে বের করেছেন এক তরুণী।

রাস্তার এক জলভরা গর্তে বাবু হয়ে বসে তিনি সেই কাদা মাখা জলে স্নান করলেন। পাম, তাইল্যান্ডের এক জনপ্রিয় মডেল। তাঁর এমনই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এ বার তাঁকে অনুসরণ করে একই ভাবে রাস্তায় নেমেছেন ওই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ!

তাইল্যান্ডের তাক প্রদেশের ঘটনা। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, গত তিরিশ বছর ধরে এলাকার কোনও রাস্তারই মেরামতি হয়নি। বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তা ভেঙে খানখান হয়েছে। বাধ্য হয়েই সরকারি দফতরের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু লাভ হয়নি। রাস্তার অবস্থা যেমন, তেমনই।

গা সওয়া এই নিত্য যন্ত্রণার একটি স্থায়ী সুরাহা খুঁজতেই এ বার মরিয়া এলাকার লোকেরা। আর তাঁদের সেই রাস্তাই দেখিয়ে দিয়েছেন পাম। ওই মডেলের কথায়, ‘‘গাড়ি করে ওই রাস্তা দিয়ে প্রায় রোজই যাতায়াত করতে হয়। ওই কয়েক কিলোমিটারের অবস্থা খুবই খারাপ।’’ এর পরেই বিষয়টির দিকে সরকারের নজর টানতে রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা ভাবেন তিনি। তাঁর দেখাদেখি তাইল্যান্ডের উত্তরপশ্চিমে এক তরুণীকে খারাপ রাস্তার মাঝে বসে ছবি তুলতে দেখা গিয়েছে। সেখানকার খোন কায়েন প্রদেশেও কয়েক জন বৃদ্ধাকেও একই ভাবে রাস্তার মাঝে একটি জল জমা গর্তে নেমে স্নান করতে দেখা গিয়েছে।

এমন তাক লাগানো প্রতিবাদে সরকারের নজর টানার চেষ্টা এই প্রথম নয়। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুর রাস্তার বেহাল দশা দেখাতে জলভর্তি গর্তের উপর প্রমাণ আকারের কুমির তৈরি করেছিলেন এক ব্যক্তি। পামের মতোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আর একটি ভিডিওতে দেখা গিয়েছে ৭৬ বছরের এক বৃদ্ধকে। নিজে হাতেই রাস্তা মেরামতি করছেন তিনি।

তবে পাম বা পিটারের প্রতিবাদ বিফলে যায়নি। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তড়িঘড়ি শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাম-সহ আরও কয়েক জনের সঙ্গে সরকার যোগাযোগও করেছে। দ্রুত ওই রাস্তা সারিয়ে দেওয়া হবে— প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ইতিমধ্যে সরকারের তরফেও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে রাস্তার গর্ত বোজাইয়ের কাজ শুরু হয়েছে। তিরিশ বছরের না হওয়া কাজ এক স্নানেই সেরে ফেললেন পাম!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Model Protest Bad condition of road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE