Advertisement
E-Paper

সন্ত্রাস দমনে পাশে থাকার বার্তা দিলেন মোদী

জঙ্গিহানার ক্ষত সারিয়ে ছন্দে ফিরতে এখনও জাভেন্তেম বিমানবন্দরের অন্তত এক মাস সময় লাগবে। আর উড়ান চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে অন্তত আরও একটা দিন। জাভেন্তেম কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতের আগে বিমানবন্দর চালু করা কোনও মতেই সম্ভব নয়। তাই বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান নামল ব্রাসেলসের সেনাঘাঁটিতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ০৩:০৫
জঙ্গিহানায় নিহতদের উদ্দেশে শ্রদ্ধা। বুধবার মালবিক মেট্রো স্টেশনে নরেন্দ্র মোদী। ছবি: এএফপি।

জঙ্গিহানায় নিহতদের উদ্দেশে শ্রদ্ধা। বুধবার মালবিক মেট্রো স্টেশনে নরেন্দ্র মোদী। ছবি: এএফপি।

জঙ্গিহানার ক্ষত সারিয়ে ছন্দে ফিরতে এখনও জাভেন্তেম বিমানবন্দরের অন্তত এক মাস সময় লাগবে। আর উড়ান চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে অন্তত আরও একটা দিন। জাভেন্তেম কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতের আগে বিমানবন্দর চালু করা কোনও মতেই সম্ভব নয়। তাই বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান নামল ব্রাসেলসের সেনাঘাঁটিতে। এ দিনই আত্মঘাতী হামলায় নিহতদের উদ্দেশে শ্রদ্ধা জানাতে মালবিক মেট্রো স্টেশনে যান তিনি। স্মৃতিসৌধে বিছিয়ে দেন সাদা ফুলের স্তবক। গত ২২ মার্চ এই স্টেশনেই আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছিলেন ২০ জন। নিহতদের তালিকায় ছিলেন এক ভারতীয়, ইনফোসিস কর্মী রাঘবেন্দ্রন গণেশন। মঙ্গলবারই চেন্নাইয়ের বাড়িতে এসে পৌঁছয় গণেশনের দেহ। বুধবার তাঁর শেষকৃত্য হয়।

বুধবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে দেখা করেন মোদী। তিনি বেলজিয়ামের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘‘শুধু হিরেই ভারত-বেলজিয়াম সম্পর্কের চাকচিক্যের একমাত্র কারণ নয়।
এই দুঃসময়ে ভারত বেলজিয়ামের পাশে আছে। এই পরিস্থিতিতেও যে ভাবে আমাকে স্বাগত জানানো হয়েছে তাতে আমি অভিভূত।’’ এর পরে যোগ দেন ভারত-ইইউ বৈঠকেও। প্রতিটি বৈঠকেই ঘুরে
ফিরে ওঠে সন্ত্রাসবাদের প্রসঙ্গ। স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে বহু জঙ্গি হানার শিকার হয়েছে ভারত। তাই বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা জানান, ‘‘ইউরোপীয় পার্লামেন্ট মনে করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্ব যে যুদ্ধে নামতে চলেছে, সেখানে ইউরোপীয় ইউনিয়নের বড় বন্ধু হতে পারেন মোদী। আইএস-এর বিরুদ্ধে কী ভাবে লড়াই করা যায়, সে বিষয়ে ভারতের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার রয়েছে ইইউ-এর। কারণ এই ধরনের লড়াইয়ে বহু বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে তাদের।’’

নরেন্দ্র মোদীও আশ্বাস দিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সব সময়েই পাশে রয়েছে ভারত। ভারত এ ব্যাপারে গত ৪০ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। ব্রাসেলসে থাকাকালীনই তিনি একটি সভায় মুখোমুখি হবেন প্রবাসী ভারতীয়দের। অনুমান করা হচ্ছে, অন্তত পাঁচ হাজার মানুষের ভিড় হবে সেই সভায়। ব্রাসেলস এখনও মোড়া কড়া নিরাপত্তার মোড়কে। তারই মধ্যে আয়োজন করা হচ্ছে এই সভার। আতঙ্কের আবহ কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া ব্রাসেলসে পুরোদমে চলছে তদন্তের কাজও। সম্প্রতি, একটি ফেলে দেওয়া কম্পিউটার উদ্ধার করেছেন গোয়েন্দারা। সেই কম্পিউটারটি ঘেঁটে যা নথি মিলেছে তাতে চোখ কপালে উঠেছে তাঁদের। আত্মঘাতী বোমারুরা ইন্টারনেটে খোঁজ করেছিল বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের দফতর এবং বাড়ির ঠিকানা-সহ আরও বেশ কিছু তথ্যের। মিলেছে আদানপ্রদান হওয়া বেশ কিছু বার্তার হদিসও। এই তথ্যগুলি তাদের তদন্তকে কয়েক ধাপ এগিয়ে দেবে বলেই মনে করছে বেলজিয়ামের গোয়েন্দা দফতর। এ দিনই আবার বেলজিয়ামের সরকারি সূত্রে জানানো হয়েছে, জঙ্গি হানার বলি হয়েছেন ৩২ জন। এর আগে ভুলবশত ৩৫ জন নিহত হয়েছেন বলে সরকারি ভাবে জানানো হয়েছিল।

বেলজিয়ামে মোদী থাকবেন এক দিনই। বৃহস্পতিবার পরমাণু নিরাপত্তা শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্রাসেলস থেকে ওয়াশিংটন যাবেন তিনি। ৩১ মার্চ এবং ১ এপ্রিল, দু’দিন ধরে চলবে শীর্ষ বৈঠকটি। এর পরে ওয়াশিংটন থেকে যাবেন সৌদি আরবে। সেখানে শক্তি এবং নিরাপত্তা নিয়ে সহযোগিতা বিষয়ে দু’দিনের বৈঠকে যোগ
দেবেন তিনি।

Message'
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy