Advertisement
E-Paper

পতাকা নয়, মোদীর সই স্মারকে, বিতর্কে জল ঢালতে দাবি সরকারের

প্রধানমন্ত্রী জাতীয় পতাকায় সই করেননি। সই করেছেন শিশুদের তৈরি একটি স্মারকে। দাবি করল কেন্দ্রীয় সরকার। পতাকায় অটোগ্রাফের অভিযোগে শুক্রবার থেকেই তুমুল বিতর্কে জড়ান বিদেশ সফররত মোদী। তাঁর ‘কীর্তি’ নিয়ে সোশাল সাইটে বিতর্কের ঝড় ওঠে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৩
এই অটোগ্রাফ ঘিরেই ছড়িয়েছে বিতর্ক। পিটিআইয়ের ছবি।

এই অটোগ্রাফ ঘিরেই ছড়িয়েছে বিতর্ক। পিটিআইয়ের ছবি।

প্রধানমন্ত্রী জাতীয় পতাকায় সই করেননি। সই করেছেন শিশুদের তৈরি একটি স্মারকে। দাবি করল কেন্দ্রীয় সরকার।

পতাকায় অটোগ্রাফের অভিযোগে শুক্রবার থেকেই তুমুল বিতর্কে জড়ান বিদেশ সফররত মোদী। তাঁর ‘কীর্তি’ নিয়ে সোশাল সাইটে বিতর্কের ঝড় ওঠে। প্রধানমন্ত্রী জাতীয় পতাকাকে অসম্মান করেছেন বলে হইচই জুড়ে দেন বিরোধীরাও। এর পর মোদীর সই করা পতাকা যাঁকে দেওয়া হয়েছিল, সেই সেলিব্রিটি রাঁধুনি বিকাশ খন্নার কাছ থেকে বিদেশ মন্ত্রকে আধিকারিকরা পতাকাটি নিয়ে নেন বলেও খবর। সেই খবর অবশ্য অস্বীকার করছে ভারত সরকার।

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) শনিবার জানিয়েছে, স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন বেশ কিছু প্রতিভাবান শিশু শিল্পীকে দিয়ে ওই স্মারকটি তৈরি করায়। সংগঠনের হয়ে বিকাশ খন্না প্রেসিডেন্ট ওবামার হাতে স্মারকটি তুলে দেবেন বলে ঠিক হয়েছিল। বিকাশ খন্না সে কথা প্রধানমন্ত্রীকে জানানোর পর, তিনি স্মারকে সই করেন। পিআইবি’র ডিজি ফ্র্যাঙ্ক নোরোনহা এ দিন জানান, যে স্মারকে প্রধানমন্ত্রী সই করেছিলেন, তাতে অশোক চক্র ছিল না। ভারতীয় পতাকার সাদা অংশটিও ছিল না। শিশুদের তৈরি ওই নকশা কোনওভাবেই ভারতের জাতীয় পতাকা নয়।

পিআইবি’র এই ব্যাখ্যা নিয়ে এক রাশ প্রশ্ন উঠে গিয়েছে। বিকাশ খন্না সোশাল সাইটে মোদীর সই করা পতাকার ছবি প্রকাশ করার পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়। সেই ছবি দেখে কিন্তু মনে হয়েছে, প্রধানমন্ত্রীর সই করা বস্তুটিতে পতাকার সাদা অংশ এবং অশোক চক্রের উপস্থিতির ইঙ্গিত রয়েছে। তা সত্ত্বেও কীভাবে পিআইবি’র ডিজি এমন দাবি করলেন, তার সদুত্তর মেলেনি।

Narendra Modi National flag memento controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy