মোদী সরকারের চার বছর পূর্তিতে যখন সাফল্যের তালিকা তুলে ধরছে কেন্দ্র, ঠিক সেই সময় আক্ষেপের সুর প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের গলায়। ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাত্কারে তাঁর দাবি, অটলবিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিংহের মতো ভারতের প্রধানমন্ত্রীরা যে পথে হেঁটেছিলেন, তা থেকে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন নরেন্দ্র মোদী।
পাক জঙ্গিদের ঘাঁটি ভাঙার জন্য ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছে ভারত। মোদী সরকারের তরফ থেকে একে বড়সড় সাফল্য বলে দাবি করা হয়েছে। যদিও মুশারফের বলছেন, মোদী ভারতে একাধিপত্যপ্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তাঁর কথায়, “অটলবিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিংহের মতো ভারতের প্রধানমন্ত্রীদের সঙ্গে আমি কথা বলেছি। নানা সমস্যা থাকলেও তাঁরা ইতিবাচক পদক্ষেপ করেছিলেন।’’
আর মোদী? খানিকটা তুলনা টেনেই পরভেজ মুশারফের দাবি, শান্তি আলোচনা নিয়ে মোদী ততটা উত্সাহী নন।