মুখে মাস্ক রাতের অন্ধকারে আচমকা দোকানে হানা এক দল যুবকের। দোকানে ঠাসা জিনিস। তবে চোরের দলের মন ছিল শুধু একটা জিনিসের উপরই। এক পুতুলের দিকেই। সুদর্শন নয়, খাড়া খাড়া কান, বড় বড় দাঁত আর তাতে ভীষণদর্শন এক হাসিযুক্ত লাবুবু পুতুল নিয়ে পালাল চোরের দল। ওই পুতুলের দাম সাত হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ছ’লক্ষ টাকার বেশি)।
ঘটনাটি ঘটেছে, আমেরিকার লস অ্যাঞ্জেলসের ২৯ কিলোমিটার পূর্বের একটি দোকানে। ওই দোকানে বিক্রি হয় নানা ধরনের পুতুল। শুধু তা-ই নয়, বিভিন্ন উপহারের জিনিসও রয়েছে সেখানে। গত বুধবার রাতে ওই ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলসের কাউন্টি শরিফের অফিস জানিয়েছে, চুরির ঘটনার খবর পাওয়ামাত্রই তদন্ত শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যে ওই লাবুবু পুতুল-সহ চোরের দলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, একটি চুরি করা চারচাকা গাড়িতে চেপে চোরের দল এসেছিল ওই দোকানে।
২০১৯ সাল থেকে বাজারে থাকলেও লাবুবু নিয়ে এই মাতামাতির শুরু ২০২৪ সালের এপ্রিল থেকে। কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর শিল্পী লিসা ওই লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। জানান লাবুবুর প্রতি তাঁর একান্ত অনুরাগের কথা। সেই ইনস্টাগ্রাম স্টোরিই বদলে দেয় লাবুবুর ভাগ্য।
আরও পড়ুন:
লাবুবুর স্রষ্টা কাসিং লুং হংকংয়ের শিল্পী। যদিও তাঁর ছোটবেলা কেটেছে নরওয়েতে। আর সেখানেই অদ্ভুতদর্শন লাবুবুর সৃষ্টি। ২০১৯ সালে অন্য একটি খেলনা সংস্থা পপ মার্ট লাবুবুর দায়িত্ব নেয়। রহস্যময় পুতুলকে আরও রহস্যময় বানাতে তারা লাবুবুর জন্য তৈরি করে ‘ব্লাইন্ড বক্স’। এই ‘রাক্ষুসে’ আকৃতির পুতুলের দাম লাখ টাকার বেশি। তবে দাম যাই হোক না কেন, ওই পুতুল কিনতে মাতামাতি চোখে পড়ার মতো। সেই পুতুলেই এ বার নজর পড়ল চোরেদের।