Advertisement
E-Paper

‘রমজানের আগে জাতীয় সংসদের ভোটের আয়োজন করুন’, ইউনূস চিঠি দিলেন নির্বাচন কমিশনকে

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ইউনূস বলেছিলেন, ‘‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’’ বুধবার চিঠি পাঠালেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ২৩:১৭
মু

মু ফাইল চিত্র।

জাতির উদ্দেশে ভাষণে মঙ্গলবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রমজান মাস শুরুর আগেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বুধবারেই ভোটের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, ইউনূসের দফতরের মুখ্যসচিব এম সিরাজউদ্দিন মিঁয়া অন্তর্বর্তী সরকারের তরফে কমিশনকে চিঠি লিখেছেন। উল্লিখিত সময়সীমার মধ্যে (রমজান মাস শুরুর আগে) ‘প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন’ আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার ‘অনুরোধ’ জানানো হয়েছে ওই চিঠিতে। নির্বাচনের আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও কমিশনকে জানিয়েছে ইউনূসের দফতর। বস্তুত, ওই চিঠির মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল।

মঙ্গলবার ছিল গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের পতনের বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণে ইউনূস বলেন, ‘‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’’ হাসিনার জমানায় দেড় দশক ধরে বাংলাদেশের নাগরিকেরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাননি বলেও অভিযোগ করেন ইউনূস।

গত বছরের জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং রক্তাক্ত গণঅভ্যুত্থানের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছিল। বাংলাদেশ বায়ুসেনার বিমানে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার পালাবদলের সেই বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণে ইউনূস বলেন, ‘‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা— নির্বাচনের আয়োজন করা।’’ জাতির উদ্দেশে ভাষণের আগে মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ইউনূস। সেখানে তিনি জানান, ২০২৪ সালের জুলাই-অগস্ট মাসের ‘ছাত্র-গণ অভ্যুত্থান’ উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে।

Bangladesh Election Muhammad Yunus advisor of the interim government of Dr. Muhammad Yunus Bangladesh Unrest Bangladesh Election Commission Bangladesh interim government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy