সোমবার সন্ধ্যায় ব্রিটেন সফরে রওনা হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সে দেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানাচ্ছে, চার দিনের এই সফরে লন্ডনে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
ইউনূসের সঙ্গে বৈঠকের পরে লন্ডন প্রবাসী তারেক ঢাকায় ফিরতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, গত অগস্টের ৮ তারিখে ইউনূসের সরকার শপথ নেওয়ার পরেই বিএনপি নেত্রী খালেদার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়েছিল। তাঁর কারাদণ্ড মকুব করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তবে তারেক গ্রেফতারি এড়াতে দেশে ফেরেননি। গত পাঁচ মাসে তাঁর বিরুদ্ধে বিভিন্ন আদালতে করা মামলাগুলি বন্ধ করার প্রক্রিয়া চলছে।
ইতিমধ্যেই ২১ অগস্ট গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি-সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে। লন্ডনে চিকিৎসা-পর্বের শেষে গত মাসে তাঁর মা খালেদা ঢাকায় ফিরেছেন। তাঁর সঙ্গেই দেশে ফিরেছেন তারেকের স্ত্রী জুবেইদাও। আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন ইউনূস। বেগম জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতিতে তারেকই দলের স্বাভাবিক ‘প্রধানমন্ত্রী মুখ’ বলে বিএনপি নেতাদের দাবি।