Advertisement
E-Paper

গর্ভবতী স্ত্রী-সহ দুই মেয়ের খুনি একের পর এক প্রেমপত্র পেয়ে চলেছেন জেলে

আমেরিকার কলোরাডোর জেলে বন্দী ক্রিস্টোফার ওয়াটস। নিজের গর্ভবতী স্ত্রীয়ের সঙ্গে সঙ্গে নিজের দুই মেয়েকেও খুন করার মতো মারাত্মক অপরাধের জন্য আজীবন কারাদন্ডের সাজাও পেয়েছে সে। কিন্তু জেলে সময়টা নেহাত মন্দ কাটছে না তার। একের পর এক সুন্দরীর প্রেমপত্র পেয়েই চলেছে ক্রিস্টোফার!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৩
স্ত্রী ও মেয়েদের সঙ্গে ক্রিস্টোফার। এঁদেরই খুনের আভিযোগ তাঁর বিরুদ্ধে।

স্ত্রী ও মেয়েদের সঙ্গে ক্রিস্টোফার। এঁদেরই খুনের আভিযোগ তাঁর বিরুদ্ধে।

আমেরিকার কলোরাডোর জেলে বন্দী ক্রিস্টোফার ওয়াটস। নিজের গর্ভবতী স্ত্রীয়ের সঙ্গে সঙ্গে নিজের দুই মেয়েকেও খুন করার মতো মারাত্মক অপরাধের জন্য আজীবন কারাদন্ডের সাজাও পেয়েছে সে। কিন্তু জেলে সময়টা নেহাত মন্দ কাটছে না তার। একের পর এক সুন্দরীর প্রেমপত্র পেয়েই চলেছে ক্রিস্টোফার!

তাতিয়ানা নামের ২৯ বছরের এক যুবতী তাকে প্রেমপত্রের সঙ্গে নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবিও পাঠিয়েছেন। আর এক মহিলা তাকে চিঠি পাঠিয়ে লিখেছেন যে, ক্রিস্টোফারের থেকে একটি চিঠি পাওয়ার জন্য তিনি যা খুশি করতে পারেন। এদের মতই আরও অনেক মহিলা একের পর এক প্রেমপত্র পাঠিয়ে চলেছেন তাকে। এমনকি, তাদের মধ্যে কেউ কেউ সন্তানের মা-ও! কিন্তু কেন এই মারাত্মক প্রবণতা?

বিশেষজ্ঞরা বলছেন যে, এর পিছনে থাকতে পারে একাধিক কারণ। কোনও কোনও বিশেষজ্ঞ বলেছেন, নির্দিষ্ট ব্যক্তির প্রতি করুণা থেকে জন্মানো যৌন আকর্ষণের ফলে এই রকম প্রবণতা দেখা যেতে পারে। অপরাধী পুরুষের প্রতি একটি চাপা বাসনা অনুভব করবার কথাও উল্লেখ করেছেন অনেকে। এই ধরনের মানুষদের ‘আনপ্রেডিক্টেবিলিটি’র জন্যেও তাদের প্রতি মহিলারা আকর্ষিত হন বলে ধারণা অনেকের।

আবার কেউ কেউ বলছেন যে, এর পিছনে থাকতে পারে আধুনিক সময়ের সব থেকে বড় সমস্যা, সবসময় কোনও না কোনও ভাবে নজরে থাকা। নজর কাড়ার অদম্য বাসনা এই ভয়ানক প্রবণতার দিকে মানুষকে ক্রমাগত ঠেলে দিচ্ছে বলে ধারণা তাঁদের।

আরও পড়ুন: জেল থেকে পালিয়ে ‘লিফট’ চাইলেন সেই পুলিশের কাছেই! তার পর...

আরও পড়ুন: খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে দাম নেওয়া, এই ক্যাফেতে সবই করে থাকে চারপেয়েরা

Christopher Watts Crime Murder Lifetime Imprisonment Colorado Love Letter US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy