মেক্সিকো সীমান্ত দিয়ে বাবার হাত ধরে মার্কিন মুলুকে ঢুকেছিল গুয়াতেমালার সাত বছরের মেয়েটি। সঙ্গে ছিলেন বহু শরণার্থী। কিন্তু, এজেন্টদের হাতে নিজেদের সঁপে দেওয়ার আগেই তাঁদেরকে আটক করেন সীমান্তরক্ষীরা। নিয়ে যাওয়া হয় সীমান্তে নজরদারি বাহিনীর শিবিরে। এর দিন দুয়েকের মাথায় মারা যায় মেয়েটি।
সাত বছরের ওই ছোট্ট মেয়ে জ্যাকলিন কালের মৃত্যু ঘিরেই আপাতত প্রশ্নের মুখে ডোনাল্ড ট্রাম্প সরকার। প্রশ্ন উঠছে মার্কিন সরকারের শরণার্থী শিবিরের দুরবস্থা নিয়েও।
অবস্থা সামলাতে অবশ্য কসুর করছে না ট্রাম্প প্রশাসন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটি-র দাবি, মেক্সিকো সীমান্তে আসার সময় দীর্ঘ ক্ষণ না খেয়ে ছিল জ্যাকলিন। খাবার তো দূরের কথা, এক ফোঁটা জলও পেটে পড়েনি তার। সে কারণেই অসুস্থ হয়ে মারা যায় সে। তবে সেই অভিযোগ নস্যাৎ করে জ্যাকলিনের বাবা নেরি কালের পাল্টা দাবি, সম্পূর্ণ সুস্থ ছিল তাঁর মেয়ে। নেরির আরও দাবি, শিবিরে থাকার সময় তাঁদের খাবার দেওয়া হয়েছিল। ফলে না খেয়ে থাকার জন্য মৃত্যু হয়নি তাঁর মেয়ের। সেই সঙ্গে গোটা ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন নেরি।