জিনসের সঙ্গে ডেনিমের নাম ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন ডিজাইনের জিনস এনে বাজারে ঝড় তুলতে ডেনিমের ডুড়ি নেই। ওই সংস্থা সম্প্রতি বাজারে এনেছে জিনসের অন্তর্বাস। আর সেই জিনসের অন্তর্বাস ও তার দাম নিয়ে গত কয়েকদিন ধরে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
বাজারে আসা ডেনিমের জিনসের অন্তর্বাসের নাম দেওয়া হয়েছে ‘ডেমিন প্যান্টিজ’। ডেনিমের এই নতুন কালেকশনের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তবে অন্তর্বাসের ডিজাইনের থেকে নেটিজেনদের আলোচনায় বারবার করে উটে এসেছে এর দামের প্রসঙ্গটি।
এই অন্তর্বাসের দাম রাখা হয়েছে ৩১৫ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা! নেটিজেনরা বলছেন, ‘এত দাম দিয়ে কে পরবে এটি?’ কেউ আবার মজা করে বলেছেন, ‘কোন অনুষ্ঠানে পরার জন্য এটি তৈরি করা হয়েছে?’ প্রতিক্রিয়া যাই হোক না কেন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু সেই ‘ডেনিম প্যান্টিজ’!
DENIM PANTIES 😮
— Cori Coffin (@CoriCoffin) April 1, 2019
Would you wear them???
Oh and they're $315. I have no words... #GoodDayDC pic.twitter.com/oHtBosAfkC
আরও পড়ুন: টর্নেডোর মতো সমুদ্রের উপর ঘুরছে জলস্তম্ভ!