পাকিস্তানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ‘ডোনাল্ড ট্রাম্প’! তাঁকে কুলফি বিক্রি করতেও দেখা গেল। এমন একটি ছবিকে ঘিরে তোলপাড় নেটদুনিয়া। প্রেসিডেন্ট পদ খুইয়ে তা হলে তিনি কি এখন পাকিস্তানে? তা-ও আবার রাস্তায় কুলফি বিক্রি!
না, ইনি সেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট নন। তবে হুবহু তাঁর মতোই দেখতে পাকিস্তানের এক কুলফি বিক্রেতা। এক ঝলকে দেখলেই যেন মনে হবে ডোনাল্ড ট্রাম্প।
Wah. Qulfi walay bhai, Kya baat ha کھاۓ بغیر مزا آ گیا pic.twitter.com/YJeimzhboJ
— Shehzad Roy (@ShehzadRoy) June 10, 2021
পাকিস্তানের এক গায়ক শেহজাদ রয় একটি ভিডিয়ো শেয়ার করেন ইনস্টাগ্রাম এবং টুইটারে। ২৩ সেকেন্ডের সেই ভিডিয়োতে ওই কুলফি বিক্রেতাকে তাঁর ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে গান করতে দেখা যাচ্ছে। তাঁর গানেরও প্রশংসা করেছেন অনেকে।
এক টুইটার গ্রাহক লিখেছেন, ‘পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ট্রাম্প!’ কেউ আবার লিখেছেন, ‘হুবহু ট্রাম্পের মতো দেখতে।’