নিউ জার্সির ক্রাইস্ট এপিসকোপাল চার্চ। গত ১০১ বছর ধরে সেখানে একটি কাচের ঢাকনাওয়ালা কাঠের বাক্স রয়েছে। আর তার ভিতরেই বন্দি অবস্থায় পড়ে রয়েছে একটি বাইবেল। বাইবেলটি প্রায় ৩০০ বছরের পুরনো। ১৯ ইঞ্চি লম্বা এবং ইঞ্চি আটেক চওড়া ওই বাইবেলটি ১৭১৭-য় রাজা জেমস জন বাস্কেট নামে এক ব্রিটিশের ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল।
আরও পড়ুন- তিন ডিমেই তিন শতক, প্রয়াত ঊনবিংশ শতাব্দীর একমাত্র প্রতিনিধি এমা
প্রাচীন ওই বাইবেলটির অপূর্ব অলঙ্করণ আজও মুগ্ধ করে অসংখ্য মানুষকে। ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী বর্তমানে এর দাম ১০ হাজার মার্কিন ডলারের চেয়েও বেশি। অর্থাত্, ভারতীয় মূল্যে এই বইটির বর্তমান দাম প্রায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা। কিন্তু, এই প্রাচীন বাইবেলটি বিখ্যাত মারাত্মক ছাপার ভুলের জন্য। যেমন, এখানে ‘ভিনইয়ের্ড’ বা আঙুরের ক্ষেত ছাপার ভুলে ‘ভিনেগার’ হয়ে গিয়েছে। তাই ঐতিহাসিকদের কাছে এই বাইবেলটি ‘ভিনেগার বাইবেল’ নামে পরিচিত আর জন বাস্কেটের ছাপাখানাটি ‘এ বাস্কেট ফুল অব এরর্স’ নামেই বেশি পরিচিত।