Advertisement
E-Paper

“নতুন আইনের নাম রাখা হোক ‘সবিতা ল’, আমার মেয়ের নামে’’

পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে বিল পাশ হলে তবেই বৈধ হবে গর্ভপাত। দ্রুত সেই আইনি স্বীকৃতির দাবি জানালেন মৃত ভারতীয় চিকিৎসক সবিতা হলপ্পনবারের বাবা আন্দানাপ্পা ইয়ালগি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০২:৪৩
সবিতা হলপ্পনবার।

সবিতা হলপ্পনবার।

গর্ভপাত বিরোধী আইন শিথিল করার দাবিতে পথে নেমেছিলেন যাঁরা, আয়ারল্যান্ডের গণভোটে তাঁদের জয় হয়েছে। কিন্তু আইনি তকমা পড়তে এখনও বাকি। পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে বিল পাশ হলে তবেই বৈধ হবে গর্ভপাত। দ্রুত সেই আইনি স্বীকৃতির দাবি জানালেন মৃত ভারতীয় চিকিৎসক সবিতা হলপ্পনবারের বাবা আন্দানাপ্পা ইয়ালগি। সেই সঙ্গে বললেন, ‘‘আমাদের শেষ অনুরোধ, নতুন আইনের নাম রাখা হোক আমার মেয়ের নামে, ‘সবিতা ল’।’’

রবিবার ডাবলিনে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন হ্যাঁ-পন্থীদের সংগঠনগুলি। তাদের দাবি, ‘‘মানুষ জবাব দিয়ে দিয়েছে। দ্রুত আইন সংশোধন করা হোক।’’ আইরিশ স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস জানিয়েছেন, খসড়া প্রস্তাবটি মন্ত্রিসভায় পেশ করা হবে। আন্দোলনকারীদের দাবি মেনে গর্ভধারণের ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানোর অধিকারে আইনি সম্মতি দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। স্বাস্থ্যগত কারণ থাকলে তা ২৪ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর কথাও প্রস্তাবে রাখা হবে। প্রধানমন্ত্রী লিও ভারাডকর বরাবরই হ্যাঁ-পন্থীদের সমর্থনে। জানিয়েছেন, তাঁর আশা এ বছরের শেষেই সংশোধিত আইন প্রণয়ন করা সম্ভব হবে।

Ireland Abortion Law Savita Halappanavar সবিতা হলপ্পনবার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy