লিবিয়া থেকে নির্বাচনী প্রচারের জন্য বেআইনি ভাবে তহবিল সংগ্রহে দোষী সাব্যস্ত প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজ়িকে এ বার কারাবাসেও একাকী ও বিচ্ছিন্ন ভাবে দিন কাটাতে হবে। সূত্রের খবর, সারকোজ়ির বয়স ও জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের কারা দফতর। প্যারিসের লা সান্তে কারাগারের বিশেষ বিভাগে রাখা হবে বছর ৭০-এর সারকোজ়িকে। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজ়ি। বেআইনি ভাবে অর্থ লেনদেনের জন্য অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে আগেই তাঁকে পাঁচ বছরের সাজা শুনিয়েছিল আদালত। সঙ্গে এক লক্ষ ইউরো জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। সারকোজ়িই প্রথম ফরাসি প্রেসিডেন্ট, যাঁকে কারাবাসের সাজা শোনানো হয়েছে। তবে সারকোজ়ি বলেছেন, “আমি জেলকে ভয় পাই না। আমি মাথা উঁচু করে থাকব, এমনকি জেলের মধ্যেও।” সারকোজ়ি আরও জানান, কারাবসের সময়ে তিনি কোনও বিশেষ সুযোগ-সুবিধা চাইবেন না। জেলে বসে একটি বই লেখার কথা ভাবছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)