বছর তেইশের এক মহিলা নিখোঁজ হওয়ার খবর মিলেছিল দিন কয়েক আগে। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই রীতিমতো তাজ্জব টোকিও পুলিশ। একটি ফ্ল্যাট থেকেই মিলল ন’টি দেহ।
জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে এই খবর জানিয়েছে। তাদের দাবি, সিসিটিভি ফুটেজে শেষ এক যুবকের সঙ্গে দেখা গিয়েছিল ওই মহিলাকে। সেই যুবককে খুঁজছিল পুলিশ। দক্ষিণ টোকিওর জামার অ্যাপার্টমেন্ট থেকে মঙ্গলবার ওই যুবককে গ্রেফতার করা হয়। এর পর তাকে নিয়ে তল্লাশি চালানো হয় তার ফ্ল্যাটে। সাতাশ বছরের ওই যুবকের ঘর থেকে উদ্ধার করা হয় ন’টি মৃতদেহ। এর মধ্যে দু’টি দেহের মাথা কাটা!
আরও পড়ুন: ব্রহ্মপুত্রের জল নিতে বিশ্বের দীর্ঘতম টানেল গড়তে চায় চিন!
এনএইচকে সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম তাকাহিরো শিরাইশি। সূত্রের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে সাতাশ বছরের ওই যুবক। মৃতদের মধ্যে আট জন মহিলা এবং এক জন পুরুষ। যদিও এই ঘটনার কোনও সত্যতা স্বীকার করেনি টোকিও পুলিশের মুখপাত্র।