ছ’জন নয়। ইরানের মোট ন’জন পরমাণু বিজ্ঞানী-বিশেষজ্ঞ নিহত হয়েছেন ইজ়রায়েলি হামলায়। সংঘর্ষের আবহে বিবৃতি দিয়ে জানাল ইজ়রায়েল।
বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ইরানের যে ন’জন পরমাণু বিজ্ঞানী নিহত, তাঁরা হলেন— নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ফেরেদুন আব্বাসি, আহমেদ রেজ়া জ়োলফাঘরি দোরিয়ানি, পদার্থবিদ্যার বিশেষজ্ঞ মহম্মদ মেহদি তেহরানচি, আমির হাসান ফাখাহি, মনসুর আসগারি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ আকবর মোতালেবি জ়াদেহ, মেটেরিয়াল্স ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ সইদ বর্জি, রিয়্যাক্টর ফিজ়িক্সের বিশেষজ্ঞ আব্দুল আলহামিদ মিনৌশেহর এবং মেকানিক্সের বিশেষজ্ঞ বখৌয়েই কাতিরিমি।
২০২০ সালে খুন হয়েছিলেন ইরানের পরমাণু গবেষণার ‘জনক’ মোহসেন ফাখরিজ়াদেহ। দাবি, ইজ়রায়েলই তাঁকে খুন করেছিল। সদ্য হামলায় নিহত ন’জন সেই মোহসেনেরই উত্তরসূরি বলে দাবি ইজ়রায়েলের। তেল আভিভের সেনা জানিয়েছে, গত এক বছর ধরে ওই পরমাণু বিশেষজ্ঞদের সম্পর্কে তথ্য জোগাড় করা হয়েছিল। তাঁদের উপর নজর রাখছিলেন কড়া গুপ্তচরেরা। তাঁরা কোন প্রকল্পে কাজ করছেন, কোথায় যাচ্ছেন, সব খবরাখবর সংগ্রহ করতেন তাঁরা। সেই সব তথ্যের ভিত্তিতে ছক কষে ন’জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইজ়রায়েলের নিরাপত্তা বাহিনী।
শুক্রবার সকালে ইরানের বিরুদ্ধে অপারেশন ‘রাইজ়িং লায়ন’ অভিযান চালায় ইজ়রায়েল। সেই হামলায় ইরানের ন’জন পরমাণু বিজ্ঞানী ছাড়াও সে দেশের অন্তত চার সেনা শীর্ষকর্তার প্রাণ গিয়েছে।
সূত্রের খবর, ইরানে ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা ‘মোসাদের’ যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে ছিল অতি শক্তিশালী যুদ্ধাস্ত্র। নির্দিষ্ট সময়ে তাঁরা ইরানের বিভিন্ন প্রান্তে অতিশক্তিশালী যুদ্ধাস্ত্র মোতায়েন করেন। সেই সঙ্গে সে দেশের সরকারের অন্দরমহলের গোপন খবর সংগ্রহ চলতে থাকে। নজর রাখা হয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষস্থানীয় কর্তাদের উপরে। নজরবন্দি করা হয় পরমাণু বিজ্ঞানীদেরও।
ইজ়রায়েলি হামলার পর শুক্রবার রাতে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। তাদের অভিযানের নাম ‘অপারেশন ট্রু প্রমিস ৩’। ইজ়রায়েলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইজ়রায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আভিভের দক্ষিণে। সেখানকার তিনটি জনপদ দ্য কিরইয়া, রমাত গান এবং রিশন লেজ়িয়নে গিয়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। এর পরেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইজ়রায়েল। সে দেশের তিরক্ষমন্ত্রী ইজ়রায়েল কাট্জ় বলেছেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে তেহরানবাসীকে এর ‘মাশুল গুণতে হবে’। ইরানের রাজধানী তেহরানকে জ্বালিয়েপুড়িয়ে খাক করে দেওয়া হবে।