ব্যাঙ্ক প্রতারণার দায়ে দেশ থেকে পালিয়েছেন তিনি, এ বার বিদেশেও তাঁর নামে প্রতারণার অভিযোগ দায়ের হল। নকল হিরের আংটি বিক্রির অভিযোগে ৪০ লক্ষ ২০ হাজার ডলারের প্রতারণার অভিযোগ দায়ের হলনীরব মোদীর বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়ায় এই অভিযোগ দায়ের করেছেন তাঁরই এক পূর্ব পরিচিত ক্রেতা। নীরবের উপরে ভরসা করে গার্লফ্রেন্ডকে খুশি করতে গিয়ে আপাতত অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন ওই ক্রেতা। কারণ নকল হিরের আংটি দেওয়ায় সম্পর্কটাই ভেঙে গিয়েছে তাঁদের।
ওই ব্যক্তির নাম আলফানসো। তিনি কানাডার বাসিন্দা। ২০১২ সালে নীরব মোদীর সঙ্গে তাঁর পরিচয়। তারপর থেকে দু’জনের মধ্যে ভাল সম্পর্কও গড়ে ওঠে। নীরব তাঁর কাছে বড় ভাইয়ের মতোই ছিলেন। সেই নীরব মোদীই যে তাঁকে ঠকাতে পারেন, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন।
আলফানসো জানান, চলতি বছরের এপ্রিলে তিনি নীরবকে একটি মেল করেন হিরের আংটি কিনতে চেয়ে। বিয়েতেগার্লফ্রেন্ডকে উপহার দেওয়ার জন্যই আংটিটা কিনতে চান তিনি। নীরব আংটির ডিজাইন জানিয়ে তাঁকে পাল্টা মেল করেন। সেই ডিজাইন আলফনসো এবং তাঁর গার্লফ্রেন্ড— দু’জনেরই বেশ পছন্দ হয়। যার দাম ১ লক্ষ ২০ হাজার ডলার।