বাংলাদেশের কোনও নাগরিক অবৈধ ভাবে ভারতে থাকলে, তাঁকে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু ভারতে থাকা কোনও রোহিঙ্গাকে গ্রহণ করবে না বাংলাদেশ। আজ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদিকদের সামনে এ কথা বলেন। ভারতের বিরুদ্ধে রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ তুলেছেন তিনি।
আজ সকালে নারায়ণগঞ্জে পুলিশ লাইনস্, সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ কার্যালয় এবং জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। পাশাপাশি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে অনেক মামলায় অগণিত মানুষকে উদ্দেশ্যমূলক ভাবে আসামি করা হয়েছিল। তার ফলে মামলার তদন্তে দেরি হচ্ছে। উপদেষ্টার আশ্বাস, কোনও নিরপরাধ ব্যক্তির যাতে হয়রানি না-হয়, সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে। পরবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর রয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)