দক্ষিণ কোরিয়ায় মিডিয়াতেও ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর। ছবি: এএফপি।
ফের জাপানের দিকে পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।
মঙ্গলবার ওই ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে জাপানের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)-এ। এই ঘটনায় সরব হয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, বার বার আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে এই প্রসঙ্গ উত্থাপন করার কথাও জানিয়েছেন তিনি।
এ নিয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউস কোনও বিবৃতি দেয়নি। তবে, টুইটারে উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনকে একহাত নিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম জং-উনের নাম না করে ট্রাম্প টুইট করেছেন, “উত্তর কোরিয়া ফের আর একটা ক্ষেপণাস্ত্র ছুড়ল। ওঁর জীবনে কি ভাল কিছু করার আর কিছু নেই? ”
আরও পড়ুন
ট্রাম্প-শি কথায় উঠে এল উত্তর কোরিয়াও
পিয়ংইয়ংয়ের গতিবিধির দিকে কড়া নজর রাখছে দক্ষিণ কোরিয়াও। সে দেশের সেনা সূত্রে খবর, এ দিন ভারতীয় সময় সকাল সওয়া ৬টা নাগাদ উত্তর পিয়ংগান প্রদেশের প্যানঘিয়ং-এ একটি এয়ারফিল্ড থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরের ওই জায়গা থেকে প্রায় ৯৩০ কিলোমিটার উড়ে তা জাপানের ইইজেড-এ গিয়ে পড়ে। গত মে মাসে মুন জায়ে-ইন সে দেশের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর থেকে জাপানের দিকে এই নিয়ে চতুর্থ বার ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং-উনের সরকার। ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বিষয়টি নিয়ে তড়িঘড়ি বৈঠকেও বসেন মুন জায়ে-ইন।
কিম জং-উনের পরমাণু অস্ত্র পরীক্ষা ‘নিয়ন্ত্রণে’ রাখতে সে দেশের সঙ্গে আলোচনা ছাড়াও এ নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে বদ্ধপরিকর দক্ষিণ কোরিয়া। এ ছাড়া, পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করতে চিন ও রাশিয়াকে মিলিত ভাবে আরও গঠনমূলক উদ্যোগে নেওয়ার অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শিনজো আবে বলেন, “আগামী জি-২০ সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা জড়ো হবেন। উত্তর কোরিয়ার বিষয়ে আন্তর্জাতিক মহলকে একজোট হওয়ার জন্য আহ্বান জানাবো।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy