Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
Internaional News

জি-২০ সম্মেলনের আগেই জাপানের দিকে ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার

মঙ্গলবার ওই ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে জাপানের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)-এ। এই ঘটনায় সরব হয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, বার বার আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ায় মিডিয়াতেও ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর। ছবি: এএফপি।

দক্ষিণ কোরিয়ায় মিডিয়াতেও ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ১৩:০৯
Share: Save:

ফের জাপানের দিকে পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

মঙ্গলবার ওই ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে জাপানের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)-এ। এই ঘটনায় সরব হয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, বার বার আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে এই প্রসঙ্গ উত্থাপন করার কথাও জানিয়েছেন তিনি।

এ নিয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউস কোনও বিবৃতি দেয়নি। তবে, টুইটারে উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনকে একহাত নিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম জং-উনের নাম না করে ট্রাম্প টুইট করেছেন, “উত্তর কোরিয়া ফের আর একটা ক্ষেপণাস্ত্র ছুড়ল। ওঁর জীবনে কি ভাল কিছু করার আর কিছু নেই? ”

আরও পড়ুন

ট্রাম্প-শি কথায় উঠে এল উত্তর কোরিয়াও

পিয়ংইয়ংয়ের গতিবিধির দিকে কড়া নজর রাখছে দক্ষিণ কোরিয়াও। সে দেশের সেনা সূত্রে খবর, এ দিন ভারতীয় সময় সকাল সওয়া ৬টা নাগাদ উত্তর পিয়ংগান প্রদেশের প্যানঘিয়ং-এ একটি এয়ারফিল্ড থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরের ওই জায়গা থেকে প্রায় ৯৩০ কিলোমিটার উড়ে তা জাপানের ইইজেড-এ গিয়ে পড়ে। গত মে মাসে মুন জায়ে-ইন সে দেশের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর থেকে জাপানের দিকে এই নিয়ে চতুর্থ বার ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং-উনের সরকার। ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বিষয়টি নিয়ে তড়িঘড়ি বৈঠকেও বসেন মুন জায়ে-ইন।

কিম জং-উনের পরমাণু অস্ত্র পরীক্ষা ‘নিয়ন্ত্রণে’ রাখতে সে দেশের সঙ্গে আলোচনা ছাড়াও এ নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে বদ্ধপরিকর দক্ষিণ কোরিয়া। এ ছাড়া, পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করতে চিন ও রাশিয়াকে মিলিত ভাবে আরও গঠনমূলক উদ্যোগে নেওয়ার অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শিনজো আবে বলেন, “আগামী জি-২০ সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা জড়ো হবেন। উত্তর কোরিয়ার বিষয়ে আন্তর্জাতিক মহলকে একজোট হওয়ার জন্য আহ্বান জানাবো।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE