এ বার ইসলামি বিপ্লবের দেশেই হানা দিল ইসলামিক স্টেট বা আইএস। আক্রান্ত ইরান। জোড়া সন্ত্রাসবাদী হানায় কেঁপে উঠল শিয়া প্রধান দেশটির রাজধানী তেহরান। প্রথম হামলাটি হয়েছে ইরানের পার্লামেন্টে। অন্তত তিন জন সশস্ত্র জঙ্গি পার্লামেন্টে ঢুকে বেপরোয়া গুলি চালিয়েছে বলে ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর। এই হামলার কিছু ক্ষণের মধ্যেই আয়াতোল্লা খোমেইনির সমাধিস্থলে হামলা হয়েছে। এক জঙ্গি সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। জঙ্গিরা সেখানে গোলাগুলিও চালিয়েছে বলে খবর।সন্ধ্যার পর তেহরান জঙ্গিদের কবলমুক্ত হয়। এই হামলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার সকালে পার্লামেন্টেই প্রথমে হামলা হয়েছিল। ইরানি পার্লামেন্টের মধ্যে যখন নিরাপত্তাকর্মীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলছে, তখনই হামলা হয় ইরানে ইসলামি বিপ্লবের উদ্যোক্তা তথা প্রয়াত শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনির সমাধিস্থলে। আলি জাফরজাদেশ নামে এক এমপি সে দেশের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে (আইআরএনএ) জানান, তিনি তিন জঙ্গিকে পার্লামেন্টে হামলা চালাতে দেখেছেন। দু’জনের হাতে ছিল কালশনিকভ। এক জনের হাতে কোল্ট পিস্তল ছিল। জঙ্গিদের বেপরোয়া গুলিতে অনেকে জখম হয়েছেন বলেও তিনি জানান।