Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Marijuana

আর লুকোছাপা নয়, গাঁজা অর্ডার করা যাবে এবার অনলাইনেই!

অনলাইনে মোবাইল অ্যাপ এর মাধ্যমে গাঁজা অর্ডার করা এখন মোবাইলের মাধ্যমে খাবার বা ক্যাব বুক করবার মতোই সহজ ব্যাপার! হ্যাঁ, এমনই সুবিধা চালু হল মার্কিন দেশের লস অ্যাঞ্জেলেসে।

ছবি: 'ইজ' সংস্থার ওয়েবসাইট থেকে।

ছবি: 'ইজ' সংস্থার ওয়েবসাইট থেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৩:০০
Share: Save:

অনলাইনে মোবাইল অ্যাপ এর মাধ্যমে গাঁজা অর্ডার করা এখন মোবাইলের মাধ্যমে খাবার বা ক্যাব বুক করবার মতোই সহজ ব্যাপার! হ্যাঁ, এমনই সুবিধা চালু হল মার্কিন দেশের লস অ্যাঞ্জেলেসে।

গাঁজা বিক্রির ব্যাপারে নতুন আইন চালু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই আইন কাজে লাগিয়েই গাঁজা বিক্রির এই অভিনব উপায় চালু করেছে ‘ইজ’ নামের একটি সংস্থা। চিকিৎসা ছাড়াও আমোদ-ফুর্তির জন্য মার্কিন দেশের ১০ টি রাজ্যে নির্দিষ্ট পরিমাণে গাঁজা বিক্রি এখন বৈধ। গত ১০ জানুয়ারি থেকে চালু হওয়া এই সুবিধাই কাজে লাগাচ্ছে ওই সংস্থা।

'ইজ' সংস্থার কর্ণধার শিনা শিরভি জানিয়েছেন যে, প্রায় ৪০ থেকে ৬০ ধরনের গাঁজা তারা বিক্রি করে থাকেন। গাঁজা বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলেই নিজেদেরকে দাবি করেছে ওই সংস্থা। কিন্তু ২১ বছরের কম বয়সি কোনও ব্যক্তিকে এই পরিষেবা দেওয়া হয়না বলেও জানিয়েছেন তাঁরা।

এই আইন চালু হওয়ার পর থেকে মার্কিন দেশে গাঁজার গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। প্রতি সপ্তাহে প্রায় হাজারেরও বেশি গ্রাহককে তাঁরা এই পরিষেবা পৌঁছে দিয়ে থাকেন বলে জানানো হয়েছে ‘ইজ’ সংস্থার তরফ থেকে।

আরও পড়ুন: সমুদ্রের নীচে উদ্ধার প্রাচীন রণতরী, মিলল হ্যান্ড গ্রেনেড, কামান!

আরও পড়ুন: মার্কিন কংগ্রেসের সর্বকনিষ্ঠার জয়ের পিছনে বাঙালি তরুণ সৈকত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marijuana Los Angeles US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE