Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sea Animal

Sea Creature: সমুদ্রের আড়াই হাজার ফুট নীচ থেকে উদ্ধার কদাকার জীব! দেখলে গা শিউরে উঠবে

বিজ্ঞানীরা নতুন এই সমুদ্রজীবের নাম দিয়েছেন ডার্থ ওয়াডর। এই জীবটিকে প্রথম দেখা গিয়েছিল মেক্সিকো উপসাগরে।

সমুদ্রের নীচে খুঁজে পাওয়া সেই জীব।

সমুদ্রের নীচে খুঁজে পাওয়া সেই জীব।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৩:৫৩
Share: Save:

সমুদ্রের নীচে যে কত রকমের প্রাণী আছে তার ইয়ত্তা নেই। প্রায় প্রতি বছর কোনও না কোনও নতুন প্রাণীজগতের সন্ধান পান সমুদ্র-বিজ্ঞানীরা। তেমনই নতুন এক প্রজাতির প্রাণীর হদিস পেলেন বিজ্ঞানীরা। যা অনেকটা আরশোলা এবং কিছুটা চিংড়ির মতো দেখতে। তবে নতুন এই প্রাণীটির কদাকার রূপ দেখে গা শিউরে উঠতে পারে।

বিজ্ঞানীরা নতুন এই সমুদ্রজীবের নাম দিয়েছেন ডার্থ ওয়াডর। এই জীবটিকে প্রথম দেখা গিয়েছিল মেক্সিকো উপসাগরে। এই জীবকে বৈজ্ঞানিক ভাষায় ‘ব্যথিনোমাস ইউকাট্যানেনসিস’ও বলা হচ্ছে। সমুদ্রের আড়াই হাজার ফুট নীচে এই প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

তাঁরা জানিয়েছেন, ডার্থ ওয়াডরের দেহের উপরিভাগে মোটা একট খোলস রয়েছে। মাথায় অ্যান্টেনার মতো শুঁড় রয়েছে। এক দল বিজ্ঞানী আবার একে ‘সমুদ্রদানব’ও বলছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রাণী আইসোপোড গোত্রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sea Animal Mexico
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE