বাংলাদেশের বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’-সহ আওয়ামী লীগ সম্পর্কিত বিভিন্ন ধরনের চার শতাধিক বই বার করে পুড়িয়ে দেওয়া হল সোমবার।
মুক্তিযুদ্ধ-বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামির (বাংলাদেশে যা ‘জামাত’ নামে পরিচিত) ছাত্রশাখা ইসলামি ছাত্রশিবির, বাংলাদেশের প্রাক্তন শাসকদল বিএনপি-র ছাত্র সংগঠন ছাত্রদল সক্রিয় ভাবে মুজিব এবং আওয়ামী লীগ সম্পর্কিত বই পোড়ানোয় যোগ দিয়েছে বলে ‘প্রথম আলো’ প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিলচন্দ্র কার্তুনিয়া ‘প্রথম আলো’কে বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় বইগুলো কেনা হয়েছিল। তিনি দেড় মাস আগে দায়িত্ব নিয়েছেন। বইগুলি কোথায় রাখা হয়েছিল, সে বিষয়ে কিছুই জানেন না। প্রসঙ্গত, গত বছরের ৫ অগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই ঢাকায় ‘জাতির পিতা’ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডীর বাড়ি এবং মূর্তি ভেঙে চুরমার করেছিল জামায়াতের বাহিনী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিস্থলেও হামলার চেষ্টা চালানো হয়। পরে অগ্নিসংযোগ করা হয় ৩২ নম্বর ধানমন্ডীর বাড়িতে।