বিমান থেকে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দিয়ে বলা হল, বাস ধরে যে যার গন্তব্যস্থলে চলে যান!
যাত্রীরাও নাছোড়। গন্তব্যস্থলে না পৌঁছে দিলে বিমান ছেড়ে এক পা-ও নড়বেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। যাত্রীরা বেঁকে বসেছেন দেখে কর্মীরা বিমানের এয়ার কন্ডিশন বন্ধ করে দেন। ফলে বিমানের ভিতরে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। হাঁসফাঁস করতে থাকেন যাত্রীরা।