Advertisement
১৯ এপ্রিল ২০২৪
pakistan

Pakistan: পাকিস্তানকে ‘অর্থনৈতিক শক্তি’ করার ডাক শাহবাজ়ের

শরিফ বলেন, ‘‘জাতীয় স্তরে আলোচনা প্রয়োজন। আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে পারলে অর্থনৈতিক শক্তিও হয়ে উঠতে পারব।’’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ০৬:১৩
Share: Save:

পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশকে অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার ডাক দিলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তাঁর দাবি, এ জন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন। অন্য দিকে পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের নেতা ইমরান খানের দাবি, আগামী মাসে পিএমএল-এন নেতা নওয়াজ় শরিফকে লন্ডন থেকে পাকিস্তানে ফেরানোর চেষ্টা করছে সরকার। পাকিস্তানের নির্বাচনী রাজনীতি থেকে নওয়াজ়ের ‘যাবজ্জীবন নির্বাসন’-এর নির্দেশও বদলানোর চেষ্টা করা হচ্ছের।

আজ ইসলামাবাদে জিন্না কনভেনশন সেন্টারে জাতীয় পতাকা উত্তোলনের পরে শরিফ বলেন, ‘‘জাতীয় স্তরে আলোচনা প্রয়োজন। আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে পারলে অর্থনৈতিক শক্তিও হয়ে উঠতে পারব।’’

প্রবল অর্থনৈতিক সমস্যার মধ্যে ক্ষমতাচ্যুত হয়েছিল ইমরান খানের সরকার। তবে তিনি গোড়া থেকে বারবারই দাবি করেছেন, তাঁকে সরানোর পিছনে ‘বিদেশি হাত’ ও ‘ষড়যন্ত্র’ রয়েছে। গত কাল এক সভায় ইমরান দাবি করেন, ‘‘নওয়াজ় যাতে আগামী নির্বাচনে লড়তে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pakistan Shahbaz Sharif
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE