রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চলতি বছরের সন্ত্রাসদমন কমিটিতে সহ-সভাপতিত্ব করবে পাকিস্তান! চলতি বছরে নিরাপত্তা পরিষদের ওই কমিটির সভাপতিত্ব করবে আলজেরিয়া। পাকিস্তানের সঙ্গে রাশিয়া এবং ফ্রান্সও ওই কমিটিতে সহ-সভাপতিত্ব করবে। এ ছাড়া তালিবানের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কমিটির সভাপতিত্ব করতে চলেছে পাকিস্তান। ওই কমিটিতে সহ-সভাপতিত্ব করবে গায়ানা এবং রাশিয়া।
বস্তুত, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র রয়েছে— আমেরিকা, চিন, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স। এ ছাড়া দু’বছরের মেয়াদে ১০টি রাষ্ট্রকে অস্থায়ী সদস্য হিসাবে নিরাপত্তা পরিষদে জায়গা দেওয়া হয়। পাকিস্তান বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের তাদের অস্থায়ী সদস্যপদ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।
নিরাপত্তা পরিষদের অধীনস্থ বিভিন্ন কমিটির দায়িত্ব স্থায়ী এবং অস্থায়ী সদস্যদের মধ্যে ভাগ করা হয়। এটিই প্রচলিত রীতি। যেমন আইএসআইএল এবং আল-কায়েদার উপর নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে ডেনমার্ক। ওই কমিটির সভাপতিত্ব করবে রাশিয়া এবং সিয়েরা লিওন। সেই মতোই পাকিস্তানও দায়িত্ব পেয়েছে একটি কমিটিতে সভাপতিত্ব করার এবং অন্যটিতে সহ-সভাপতিত্ব করার। তবে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয় বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ তুলে আসছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়েও তা নিয়ে বার বার সরব হয়েছে নয়াদিল্লি। ঘটনাচক্রে, এমন একটি সময়েই নিরাপত্তা পরিষদে সন্ত্রাসদমন কমিটিতে সহ-সভাপতিত্বের দায়িত্ব পেল পাকিস্তান।
আরও পড়ুন:
এর আগে ২০২১-২০২২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল ভারত। ওই সময় ২০২২ সালের সন্ত্রাসদমন কমিটির সভাপতিত্বের দায়িত্ব ছিল ভারতের উপর। গত মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে নিরাপত্তা পরিষদের নতুন পাঁচটি দেশকে অস্থায়ী সদস্য হিসাবে বাছাই করা হয়েছে। ওই পাঁচটি দেশ হল— বাহারিন, কঙ্গো, লাইবেরিয়া, লাটভিয়া এবং কলম্বিয়া। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ওই পাঁচটি দেশের সদস্যপদের মেয়াদ শুরু হবে।