Advertisement
১২ অক্টোবর ২০২৪

যুদ্ধ করে কাশ্মীর জিততে পারবে না পাকিস্তান: ফের বিস্ফোরক হিনা

আবার বিস্ফোরক হিনা রব্বানি খার। পাকিস্তান কোনও দিন যুদ্ধ করে কাশ্মীর জয় করতে পারবে না বলে মন্তব্য করেছেন এই প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী। পাক সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। হিনার পরামর্শ, একমাত্র আলোচনাতেই সমাধান হতে পারে কাশ্মীর সমস্যার।

প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী হিনা রব্বানি খার।

প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী হিনা রব্বানি খার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ১৬:৩১
Share: Save:

আবার বিস্ফোরক হিনা রব্বানি খার। পাকিস্তান কোনও দিন যুদ্ধ করে কাশ্মীর জয় করতে পারবে না বলে মন্তব্য করেছেন এই প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী। পাক সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। হিনার পরামর্শ, একমাত্র আলোচনাতেই সমাধান হতে পারে কাশ্মীর সমস্যার।

গত সোমবারই হিনা রব্বানি খারের অন্য একটি বিস্ফোরক মন্তব্য সামনে এসেছিল। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পাকিস্তানে শিশুদেরও ভারতকে ঘৃণা করতে শেখানো হয়। অন্য একটি দেশকে ঘৃণা করা পাকিস্তানের জাতীয় পরিচিতিতে পর্যবসিত হয়েছে বলে খেদ প্রকাশ করেছিলেন হিনা।

আজ, বুধবার সামনে এসেছে সাক্ষাৎকারে হিনার করা আর একটি মন্তব্য। তিনি বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, পাকিস্তান যুদ্ধ করে কাশ্মীর জয় করতে পারবে না। এবং আমরা যদি তা না করতে পারি, তা হলে আমাদের সামনে একমাত্র পথ হল আলোচনা। এবং আলোচনা তেমন দেশের সঙ্গেই হতে পারে, যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক এবং ন্যূনতম পারস্পরিক বিশ্বাস রয়েছে।’’

আরও পড়ুন: পশ্চিমী দুনিয়ার তোষণে ভারত নষ্ট, আত্মতৃপ্ত দেশ: তীব্র বিষোদ্গার চিনের

হিনা রব্বানি খার ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিপিপি নেতৃত্বাধীন সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন। ভারতের সঙ্গে সম্পর্কে স্বাভাবিকতা আনতে সেই সরকার পাকিস্তানের বর্তমান সরকারের চেয়ে অনেক বেশি সক্রিয় ছিল বলেও হিনা মন্তব্য করেছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE