Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International News

বিরাট জয় পেল ভারত, কুলভূষণের ফাঁসি স্থগিত আন্তর্জাতিক আদালতে

আন্তর্জাতিক আদালতে বিরাট ধাক্কা খেল পাকিস্তান। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ বিচারালয়। যতক্ষণ না আন্তর্জাতিক আদালতে শুনানি শেষ হচ্ছে, ততক্ষণ ভারতীয় নৌসেনার ওই প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ পাকিস্তান করতে পারবে না, পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিলেন আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট জাস্টিস রনি আব্রাহাম।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১৫:৫৮
Share: Save:

আন্তর্জাতিক আদালতে বিরাট ধাক্কা খেল পাকিস্তান। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ বিচারালয়। যতক্ষণ না আন্তর্জাতিক আদালতে শুনানি শেষ হচ্ছে, ততক্ষণ ভারতীয় নৌসেনার ওই প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ পাকিস্তান করতে পারবে না, পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিলেন আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট জাস্টিস রনি আব্রাহাম। স্বাভাবিক ভাবেই এই রায়ে উচ্ছ্বসিত ভারত সরকার। রায় শোনার পরই বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে ফোন করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কুলভূষণ যাদবের মামলায় আন্তর্জাতিক আদালত যেন হস্তক্ষেপ না করে, এই মামলা আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার ভুক্ত নয়, সওয়াল করেছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সওয়াল মানল না রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালতটি। রায় ঘোষণা করে আন্তর্জাতিক আদালত জানাল, এই মামলায় হস্তক্ষেপ করার অধিকার আন্তর্জাতিক আদালতের রয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ীই কুলভূষণ যাদবের মামলায় হস্তক্ষেপ করতে পারে আন্তর্জাতিক আদালত। জানান আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট জাস্টিস রনি আব্রাহাম। আদালতের পর্যবেক্ষণ, কুলভূষণ যাদবকে তথা ভারতকে কনসুলার অ্যাকসেস থেকে বঞ্চিত করেছে পাকিস্তান। ভিয়েনা কনভেশনের শর্ত অনুযায়ী কুলভূষণের সঙ্গে দেখা করার অধিকার রয়েছে ভারতীয় দূতাবাসের, মন্তব্য আন্তর্জাতিক আদালতের। কোন পরিস্থিতিতে কুলভূষণকে গ্রেফতার করা হয়েছিল, তা স্পষ্ট নয় বলে আদালত মনে করছে। তাই আন্তর্জাতিক আদালতের নির্দেশ, মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত কুলভূষণের বিরুদ্ধে যেন কোনও পদক্ষেপ করা না হয়।

আন্তর্জাতিক আদালতে এমন ধাক্কা খেয়ে পাকিস্তান স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে। এখন এই আদালতের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলছে পাকিস্তান। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের রায়ে স্থগিতাদেশ হয়েছে শুনেই বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে এ দিন ফোন করেন প্রধানমন্ত্রী। কুলভূষণের মৃত্যুদণ্ড রুখতে বিদেশ মন্ত্রক যে কার্যকরী ভূমিকা নিয়েছে, তার জন্য সুষমাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মামলায় এই প্রথমিক জয়ের জন্য মোদী আইনজীবী হরিশ সালভেরও প্রশংসাও করেছেন।

আরও পড়ুন: নাৎসি কায়দায় বন্দি নিধন সিরিয়ার জেলে! অভিযোগ আমেরিকার

কংগ্রেসের তরফেও আন্তর্জাতিক আদালতের এই রায়কে স্বাগত জানানো হয়। আন্তর্জাতিক আদালত খুব ভাল রায় দিয়েছে, এই রায়কে হাতিয়ার করে কুলভূষণ যাদবকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক ভারত সরকার— মন্তব্য কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারির। আর এক কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বলও আন্তর্জাতিক আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রয়োজন হলে এই মামলায় তিনি ভারত সরকারকে সাহায্য করতে প্রস্তুত বলেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিব্বল জানিয়েছেন।

আরও পড়ুন: নজরে চিন সীমান্ত, তিন দশক পর সেনার হাতে নতুন বিধ্বংসী হাউইৎজার

পাকিস্তান স্বাভাবিক ভাবেই এই রায়ে ঘোর অস্বস্তিতে। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র ভারতের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। কুলভূষণ যাদবের মামলাকে আন্তর্জাতিক আদালতে টেনে নিয়ে গিয়ে ভারত নিজের আসল মুখটা লুকোতে চাইছে, মন্তব্য পাক বিদেশ মন্ত্রকের। কুলভূষণ যাদব যে চরবৃত্তি করতে পাকিস্তানে ঢুকেছিলেন, তার সুনির্দিষ্ট প্রমাণ আন্তর্জাতিক আদালতে পেশ করা হবে বলে ইসলামাবাদ জানিয়েছে। পাকিস্তানের বক্তব্য, কুলভূষণ যাদবকে যে ্অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা পাকিস্তানের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। কোনও দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপের অধিকার আন্তর্জাতিক আদালতের নেই বলেও পাকিস্তানের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE