আর্থিক অনটনে জেরবার পাকিস্তানে সাশ্রয়ের জন্য সপ্তাহে কাজের দিন কমানোর প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। কাজের দিন কমানোর সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি। মনে করা হচ্ছে এর ফলে প্রায় ২৭০ কোটি আমেরিকান ডলার বাঁচাতে পারবে পাকিস্তান।
স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান হিসাব করে দেখেছে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এই সাশ্রয়ের পরিমাণ দেড়শো কোটি ডলার থেকে ২৭০ কোটি ডলার হতে পারে।