Advertisement
E-Paper

পাকিস্তানের জোট সরকারে ‘ফাটল’! পিপিপি-র সঙ্গে বিরোধে ভাইঝি মরিয়ম, দাদা নওয়াজ় শরণে শাহবাজ়

কী ভাবে এই বিরোধ থামানো সম্ভব, তা নিয়েই দাদা নওয়াজ় শরিফের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ, দাবি সূত্রের। অনেকের মতে, পিপিপি যদি জোট সরকারের থেকে সমর্থন তুলে নেয়, তবে চাপে পড়তে পারেন শাহবাজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ২০:০১
Pakistan Prime Minister Shehbaz Sharif met his elder brother and PML-N chief Nawaz Sharif on Saturday

(বাঁ দিকে) নওয়াজ় শরিফ এবং শাহবাজ় শরিফ (ডান দিকে)। — ফাইল চিত্র।

পাকিস্তানের জোট সরকারের মধ্যে ‘ফাটল’। বিলাওল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র সঙ্গে সংঘাতে জড়িয়েছেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ়। প্রশ্ন উঠেছে, এ বার কি সরকার থেকে বেরিয়ে আসবে পিপিপি? সেই জল্পনা-কল্পনার মাঝেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের সঙ্গে একান্ত বৈঠক সারলেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সূত্রের খবর, বিরোধের পথ থেকে সরে আসার জন্য নওয়াজ়কে তাঁর কন্যা মরিয়মকে বোঝানোর জন্য অনুরোধ করেন পাক প্রধানমন্ত্রী!

এক সূত্রকে উদ্ধৃত করে নওয়াজ় ও শাহবাজ়ের বৈঠকের কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’। দু’দিনের মালয়েশিয়া সফরে যাওয়ার আগে দাদার সঙ্গে দেখা করেন শাহবাজ়। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ়ের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে আলোচনায় অন্যতম বিষয়ই ছিল জোটের ‘ভাঙন’।

পঞ্জাব প্রদেশের খাল এবং বন্যা পরিস্থিতি নিয়ে দীর্ঘ দিন ধরেই মরিয়মের সঙ্গে পিপিপি-র বিরোধ চলছে। বিলাওলের দল প্রকাশ্যেই পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে আসছে। বিরোধে ঘৃতাহুতি হয় যখন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগের পুনরাবৃত্তি শোনা যায় পিপিপি-র নেতাদের কণ্ঠে। বিলাওলের দলের বিরুদ্ধে পাল্টা মুখ খোলেন মরিয়ম। পিপিপি-র নেতাদের চুপ থাকার পরামর্শ দেন তিনি। তার পর থেকেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায়।

কী ভাবে এই বিরোধ থামানো সম্ভব, তা নিয়েই দাদার সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন শাহবাজ়, দাবি সূত্রের। অনেকের মতে, পিপিপি যদি জোট সরকারের থেকে সমর্থন তুলে নেয়, তবে চাপে পড়তে পারেন শাহবাজ়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দাবিও উঠতে পারে। সেই পরিস্থিতি যাতে তৈরি না-হয়, তাই আগেভাগেই পদক্ষেপ করতে চাইছেন পাক প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, পঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে নওয়াজ় এবং শাহবাজ়ের মধ্যে। সেই আলোচনার মধ্যেই উঠে এসেছে মরিয়মের প্রসঙ্গ। নওয়াজ় তাঁর ভাইকে আশ্বস্ত করেছেন যে, তিনি বিষয়টি পর্যালোচনা করে দেখবেন। এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন।

Pakistan Shehbaz Sharif Nawaz Sarif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy