খেলা জমে উঠেছে।
সদ্য গদিচ্যুত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরে ‘সিংহাসনের’ দাবিদার কে হবেন, তা নিয়ে রাজনীতির জল ক্রমশ ঘোলা হচ্ছে। ধোঁয়াশা তৈরি হচ্ছে শাসক দল পিএমএল(এন)-এর ভবিষ্যৎ ঘিরেও।
পানামা দুর্নীতিতে অভিযুক্ত নওয়াজ সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও শাসক দলের ‘শেষ কথা’ তিনিই। মঙ্গলবার পাক নির্বাচন কমিশনের জারি করা একটি নোটিসে সেই অঙ্ক বদলে যেতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। নোটিসে বলা হয়েছে, আর্থিক দুর্নীতিতে দোষী সাব্যস্ত নওয়াজ আর দলের প্রধান থাকতে পারবেন না। খারিজ হয়ে যাবে তাঁর আইনসভার সদস্যপদও। সেই ঘোষণার পরে ২৪ ঘণ্টা যেতে না যেতেই দলের নতুন প্রধান হিসেবে ভাই শাহবাজের নাম ঘোষণা করলেন নওয়াজ। পাশাপাশি, এ দিন দলের একটি সূত্রের খবর, ২০১৮ সালে পরবর্তী নির্বাচনের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে শাহিদ খকন আব্বাসিকেই দেখতে চান নওয়াজ। অন্তত দলীয় বৈঠকে সেই ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। পাক-পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী, ৬৫ বছরের শাহবাজ দাদার সিদ্ধান্তকে শিরোধার্য করে নওয়াজের পাশে দাঁড়িয়েছেন। আর তাতেই বিরোধী শিবিরের সন্দেহ, তবে কী ক্ষুব্ধ ভাইকে তুষ্ট করতে নওয়াজের এটা নতুন চাল?