Advertisement
E-Paper

‘বেফাঁস’ দুরানিকে সমন

প্রাক্তন ভারতীয় গুপ্তচর প্রধানের সঙ্গে যৌথ ভাবে লেখা বইয়ের জেরে বিপাকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান আসাদ দুরানি। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত পাকিস্তানেরই মদতে তৈরি বলে বোমা ফাটিয়েছিলেন দুরানি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ০২:৩৪

প্রাক্তন ভারতীয় গুপ্তচর প্রধানের সঙ্গে যৌথ ভাবে লেখা বইয়ের জেরে বিপাকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান আসাদ দুরানি। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত পাকিস্তানেরই মদতে তৈরি বলে বোমা ফাটিয়েছিলেন দুরানি। তাঁর এমন একাধিক চাঞ্চল্যকর দাবির ব্যাখ্যা চেয়ে সোমবার তাঁকে সেনার সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে সামরিক আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

র-এর প্রাক্তন প্রধান এ এস দুলাতের সঙ্গে দুরানির কথোপকথন ভিত্তিক ওই বইয়ের নাম ‘স্পাই ক্রনিকলস, র আইএসআই অ্যান্ড দ্য ইলিউশন অব পিস’। শুধু কাশ্মীর নয়, এই বইটিতে দুরানি মন্তব্য করেন, পাকিস্তানে আটক ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবকে নিয়ে অযথা শোরগোল পাকিয়েছে ইসলামাবাদ। দুরানির এ সব মন্তব্য ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামাবাদ। কাল রাতে প্রকাশিত পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, কর্মরত এবং অবসরপ্রাপ্ত সবার ক্ষেত্রেই সেনার আচরণবিধি প্রযোজ্য। প্রাক্তন ভারতীয় কর্তার সঙ্গে বই লিখে যা ভেঙেছেন দুরানি।

Asad Durani Ex-ISI chief Pakistan Book Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy