Advertisement
E-Paper

হোলির ছুটি এ বার পাকিস্তানেও

হোলিতে এ বার শুধু এ দেশ নয়, মাতবে পাকিস্তানও। আর সে কারণে দক্ষিণ সিন্ধ প্রদেশে হোলি উপলক্ষে ছুটিও ঘোষণা করেছে পাক সরকার। সিন্ধের মুখ্যমন্ত্রী কায়েম আলি শাহ-র দফতরের সিনিয়র আধিকারিক মওলা বক্স চান্দিহো জানান, আগামী ২৪ মার্চ হোলি উপলক্ষে গোটা সিন্ধ প্রদেশে ছুটি থাকবে।

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৫:৪৯

হোলিতে এ বার শুধু এ দেশ নয়, মাতবে পাকিস্তানও। আর সে কারণে দক্ষিণ সিন্ধ প্রদেশে হোলি উপলক্ষে ছুটিও ঘোষণা করেছে পাক সরকার। সিন্ধের মুখ্যমন্ত্রী কায়েম আলি শাহ-র দফতরের সিনিয়র আধিকারিক মওলা বক্স চান্দিহো জানান, আগামী ২৪ মার্চ হোলি উপলক্ষে গোটা সিন্ধ প্রদেশে ছুটি থাকবে। এ দিন ছুটি থাকবে সমস্ত সরকারি দফতরও।

পাকিস্তানের ২০ কোটি জনসংখ্যার মাত্র দুই শতাংশ হিন্দু। যার প্রায় পুরোটাই দক্ষিণ সিন্ধ প্রদেশের বাসিন্দা। জনসংখ্যার ১.৬ শতাংশ খ্রিস্টান। এ দেশের সংখ্যালঘুরা বহু দিন ধরেই হিন্দু ও খ্রিস্টান উত্সবে ছুটি দাবি জানিয়ে এসেছেন। সেই দাবি মেনেই সম্প্রতি মুসলিম ছাড়া অন্য ধর্মীয় অনুষ্ঠানের দিনেও ছুটির অনুমতি দিয়েছে সে দেশের সংসদ।

ভারত ও পাকিস্তান ছাড়াও নেপালে পালিত হয় হোলি উত্সব।

আরও পড়ুন: নামার মুখেই রাশিয়ায় ভাঙল বিমান

Holi festival pakistan sind
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy