Advertisement
২০ এপ্রিল ২০২৪
Imran Khan

পাম তেল নিয়ে চাল ইমরানের

মালয়েশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদের সঙ্গে দেখা করেন ইমরান।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৫
Share: Save:

কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ নিয়ে মালয়েশিয়ার অবস্থানে ক্ষুব্ধ ভারত সে দেশ থেকে পাম তেল আমদানি নিয়ন্ত্রণ করেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিলেন, মালয়েশিয়া থেকে যত বেশি সম্ভব পাম তেল আমদানি করবেন তাঁরা। মালয়েশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদের সঙ্গে দেখা করেন ইমরান।

পরে বলেন, ‘‘কাশ্মীরের বিষয়ে মালয়েশিয়ার অবস্থান মেনে নিতে পারেনি ভারত। তাই পাম তেল আমদানি বন্ধ করার হুমকি দিয়েছে। এটা আমাদের নজরে এসেছে। মালয়েশিয়া থেকে পাম তেল কিনতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।’’ মহাথীরের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনা করেছেন ইমরান। তবে মালয়েশিয়ার শিল্পমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার সে দেশের পাম অয়েল কাউন্সিল বিবৃতি দিয়ে বলেছে, পাম তেল আমদানি সাময়িক ভাবে নিয়ন্ত্রণ করেছে ভারত। দু’দেশ এ নিয়ে সমাধান সূত্রে পৌঁছবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Imran Khan Palm Oil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE