নাম না-করেই আফগানিস্তানের তালিবান সরকারকে নিশানা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সম্প্রতি সীমান্তে পারস্পরিক সংঘর্ষে জড়িয়েছে তালিবান বাহিনী এবং পাক সেনা। তাদের হামলায় ৫৮ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করল কাবুল। পাল্টা তাদের হানায় ২০০ জন তালিব যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। এই আবহেই তালিবানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন শাহবাজ়।
সংবাদ সংস্থা এএফপি-কে পাক প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কোনও আপস করা হবে না। যে কোনও ধরনের প্ররোচনার কঠোর এবং কার্যকরী জবাব দেওয়া হবে।” আফগানিস্তানের তালিবান সরকার সে দেশে সন্ত্রাসবাদী শক্তিকে আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। কাবুলের দক্ষিণ-পূর্বে পর পর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্বে আঘাতের অভিযোগ আনে তালিবান সরকার। দাবি, তার জবাব দেওয়া হয়েছে শনিবারের হামলায়। তালিবানের মুখপাত্র জ়াবিহুল্লা মুজাহিদের দাবি, আফগানের হামলায় নিহত পাক জওয়ানের সংখ্যা ৫৮, আহত আরও ৩০ জন।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর মাথাব্যথার কারণ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি, যা পাক তালিবান নামেও পরিচিত। সম্প্রতি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা পাওয়া এই সংগঠন আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয়। পাকিস্তানের অভিযোগ, এই সংগঠনকে মদত দিয়ে থাকে আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ২৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে, রবিবার বেলায় আফগানিস্তান সীমান্ত পুরোপুরি বন্ধ রেখেছে পাকিস্তান। আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ভারতে এসেছেন। তাঁর সফরকালে পাক-আফগান এই সংঘর্ষ আলাদা তাৎপর্য বহন করছে বলে অনেকের মত।