মেয়ের জন্মের পরে তাকেই পুরো সময় দিতে চেয়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন মা। সেই মেয়ের পালন ও পোষণে গুরুতর গাফিলতির অভিযোগে তাঁর মা এবং বাবার কারাদণ্ড হয়েছে অস্ট্রেলিয়ার আদালতে। পার্থের সম্ভ্রান্ত শহরতলির ওই ঘটনায় আদালত বলেছে, মেয়ের স্বাভাবিক ভাবে বড় হয়ে ওঠা রুখে রেখেছিলেন বাবা-মা।
আইন অনুযায়ী পরিচয় প্রকাশিত না হলেও তাঁর ব্যালে নাচের পোশাকে কিছু ছবি সামনে এসেছে। সেই সূত্রে কোর্টের রায়ে ব্যালেরিনা নামে উল্লেখ করা হয়েছে মেয়েটিকে। গত মাসে কোর্ট তাঁর বাবাকে ছ’বছর ও মাকে সাড়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে। তাঁদের বয়স চল্লিশের কোঠায়।
ব্যালেরিনাকে স্কুলে ভর্তিই করানো হয়নি। মেলামেশার সুযোগ ছিল শুধু ব্যালে নাচের ক্লাসে। সেখানে শিক্ষিকা তাকে দিনে দিনে শীর্ণতর হতে দেখে উদ্বিগ্ন হয়ে বাবা-মাকে বলেছিলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। উল্টে চোটপাট করেন তাঁরা। খবর
যায় প্রশাসনে। সংবাদ সংস্থা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)