Advertisement
১৬ এপ্রিল ২০২৪

১১০ বছর পর দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের

শেষ দেখা গিয়েছিল ১৯০৯ সালে ইথিয়োপিয়ায়। সম্প্রতি সেই ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল কেনিয়ার জঙ্গলে।

রাজকীয়।ছবি উইল বুরার্ড লুকাচের টুইটার থেকে।

রাজকীয়।ছবি উইল বুরার্ড লুকাচের টুইটার থেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৯
Share: Save:

গল্প-উপন্যাসেই দেখা মিলত তার। বাস্তবে, গত ১০০ বছরে ‘মোগলি’র বন্ধু ‘বঘিরা’ বা তার আত্মীয়-পরিজনের খোঁজ পায়নি কেউ। শেষ দেখা গিয়েছিল ১৯০৯ সালে ইথিয়োপিয়ায়।

সম্প্রতি সেই ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল কেনিয়ার জঙ্গলে। দাবি করেছেন, সান ডিয়েগো পশুশালার বিশেষজ্ঞ নিক পিলফোল্ড। তিনি জানান, দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় ব্ল্যাক প্যান্থারটিকে ক্যামেরাবন্দি করেছে তাঁর দল। লাইকিপিয়া কাউন্টিতে একটি কালো প্যান্থার দেখতে পাওয়া যাচ্ছে শুনে গত বছর জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়ে রেখেছিলেন তাঁরা। তাতেই ধরা পড়েছে তার রাজকীয় উপস্থিতি।

তবে কেনিয়ার একটি দৈনিক দাবি করেছে, ২০১৩ সালে ওই এলাকাতেই ব্ল্যাক প্যান্থারের ছবি তুলেছিলেন তাদের এক চিত্রগ্রাহক। উপরের ছবিটি পিলফোল্ডের দলের সদস্য উইল বুরার্ড লুকাচের তোলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Black Panther Africa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE