Advertisement
২৬ অক্টোবর ২০২৪
Spider

ঝাঁকে ঝাঁকে ভাসছে মাকড়সা, কোথায় ঘটল এমন ঘটনা?

আরাকানফোবিয়া, অর্থাৎ মাকড়সা ভীতি। এই ধরনের মানুষদের কাছে সবথেকে দুঃস্বপ্নের কী হতে পারে? সম্প্রতি এমনই একটি দৃশ্য দেখা গেল ব্রাজিলের মিনাস গেরিয়াস রাজ্যের গ্রামাঞ্চলে, যা দেখে আঁতকে উঠবেন যে কোনও মানুষই।

এভাবেই ঝাঁকে ঝাঁকে মাকড়সা উড়তে দেখা যায় আকাশে

এভাবেই ঝাঁকে ঝাঁকে মাকড়সা উড়তে দেখা যায় আকাশে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ২০:২৮
Share: Save:

আরাকানফোবিয়া, অর্থাৎ মাকড়সা ভীতি। এই ধরনের মানুষদের কাছে সবথেকে দুঃস্বপ্নের কী হতে পারে? সম্প্রতি এমনই একটি দৃশ্য দেখা গেল ব্রাজিলের মিনাস গেরিয়াস রাজ্যের গ্রামাঞ্চলে, যা দেখে আঁতকে উঠবেন যে কোনও মানুষই।

সম্প্রতি এই অঞ্চলে ঝাঁকে ঝাঁকে মাকড়সা ভাসতে দেখা যায়। যেন ‘মাকড়সা-বৃষ্টি’ হচ্ছে আকাশ থেকে! আতঙ্কিত হয়ে পড়েন এই গ্রামের বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে, অত্যধিক গরম ও আর্দ্র আবহাওয়ার অঞ্চলে এই ঘটনা ঘটতে দেখা যায়।

জোয়াও পেদরো মার্তিনেল্লি ফনেস্কা নামক এক মহিলা এই ঘটনাটির ভিডিয়ো করে পোস্ট করেন ইউটিউব ও ফেসবুকে। এই দুই প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ঘটনাটি। তবে ঠিক কী ঘটেছিল ঘটনাটি?

জীববিদ্যার এক অধ্যাপক জানাচ্ছেন যে, হাজার হাজার মাকড়সা একটি বিশাল বড় জাল তৈরি করে শিকারের খোঁজে তার থেকে ঝুলছিল। সেই দৃশ্যই ধরা পড়েছে গ্রামবাসীদের চোখে।

দেখে নিন সেই ভিডিয়োটি:

আরও পড়ুন: স্ট্যাচু অব লিবার্টি খোলা, এটাই রক্ষে!

আরও পড়ুন: ভ্যালেন্টাইন’স ডে তে পালন করতে হবে ‘সিস্টার’স ডে’, নির্দেশিকা পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের

অন্য বিষয়গুলি:

Spider Brazil Spider Rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE