জঙ্গলের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি বাঘ। আর তাকে একের পর এক কোপ মেরে চলেছে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই অসহনীয় ছবিটি দেখে চমকে উঠেছে সকলেই। ওই ব্যক্তি একজন চোরাশিকারি বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডে।
গত বছর অক্টোবর মাসে ভিয়েতনামের চোরাশিকারির একটি দলকে আটক করে সেখানকার পুলিশ। সেই চোরাশিকারি দলেরই কারও ফোন থেকে এই ছবিটা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। বন্যপ্রাণ রক্ষা নিয়ে কাজ করে চলা ‘ফ্রিল্যান্ড’ বলে একটি সংস্থার তরফে ফেসবুকে পোস্ট করা হয়েছে সেই ছবিটি।
জানানো হয়েছে যে ২০১৮ সালের অক্টোবর মাসে চোরাশিকারের মালপত্র নিয়ে পালানোর সময় চোরাশিকারিদের এই দলটিকে পাকড়াও করে সেখানকার পুলিশ। তাদের গাড়ি থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের কঙ্কালও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।