পারস্পরিক সমন্বয় আরও জোরদার করে ভারত-প্রশান্ত সাগরীয় অঞ্চলের সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিয়োয় ‘কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ (কোয়াড)’ সম্মেলনে তাঁর বক্তৃতার ছত্রে ছত্রে ছিল, মেলবন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার। বললেন, ‘‘কোয়াড এখন আরও প্রভাবশালী।’’ এ দিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হালকা আলাপচারিতায় মাততে দেখা যায় মোদীকে। ভারতের প্রধানমন্ত্রীকে দেখেই আমেরিকার প্রেসিডেন্ট বলে ওঠেন, ‘‘আপনাকে আবার সামনাসামনি দেখতে পেয়ে খুবই ভাল লাগছে।’’
কোয়াড সদস্যদের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থায়িত্বকে নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে। এই গোষ্ঠী এলাকার ‘মানুষের স্বার্থে শুভশক্তি’ হয়ে ওঠার পক্ষে সহায়ক। টোকিয়োয় কোয়াড সম্মেলনে মঙ্গলবার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভারত ছাড়াও জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা অংশ নিয়েছে।