Advertisement
E-Paper

অন্তর্বর্তী পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি

নওয়াজের ভাই পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষে এখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না, তিনি পার্লামেন্টের নির্বাচিত সদস্য নন বলে। আর দেড় মাসের মধ্যেই হবে সেই উপনির্বাচন। ওই ৪৫ দিনের জন্যই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন আব্বাসি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৮:৫০
শাহিদ আব্বাসি।

শাহিদ আব্বাসি।

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শাহিদ খাকান আব্বাসি। সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ যত দিন না পার্লামেন্টের নির্বাচিত সদস্য হচ্ছেন, তত দিন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলাবেন আব্বাসি। শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সূত্রে শনিবার এ খবর জানা গিয়েছে। আব্বাসি শরিফ মন্ত্রিসভায় ছিলেন পেট্রোলিয়াম দফতরের দায়িত্বে।

নওয়াজের ভাই পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষে এখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না, তিনি পার্লামেন্টের নির্বাচিত সদস্য নন বলে। আর দেড় মাসের মধ্যেই হবে সেই উপনির্বাচন। ওই ৪৫ দিনের জন্যই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন আব্বাসি।

আরও পড়ুন- আজ পর্যন্ত কোনও পাক প্রধানমন্ত্রী পুরো মেয়াদ থাকেননি

নতুন মন্ত্রিসভায় আর যাঁরা আসতে পারেন বলে কানাঘুযো চলছে, তাঁদের মধ্যে রয়েছেন চৌধুরী নিসার আলি খান, আহসান ইকবাল, সাদ রফিক ও রানা তনভীর।

পানামা কাণ্ডে জড়িত থাকার দায়ে শুক্রবার নওয়াজ শরিফকে বরখাস্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

Interim PM Pakistan Pakistan Shahid Khaqan Abbasi PML (N)
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy